০২:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম :
হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল চরমোনাইয়ের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত জোট আইসিসি ভারতীয় কর্মকর্তাকে ভিসা দেয়নি বাংলাদেশ, ভারতীয় মিডিয়ার দাবি একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন: অপসাংবাদিকতার শিকার বললেন মামুনুল হক পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি গুম ও নির্যাতনের শিকার পরিবারের পাশে তারেক রহমান জাতিসংঘের এলডিসি উত্তরণবিষয়ক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর স্থগিত ব্রিটিশ নৌবাহিনীর প্রথম স্বয়ংক্রিয় হেলিকপ্টারের সফল প্রথম উড্ডয়ন

ড. ইউনূস আন্তর্জাতিক সম্পদ, সংস্কারেই নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ” — ব্যারিস্টার পার্থ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 98

ছবি সংগৃহীত

 

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন বাংলাদেশি নন, তিনি একজন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে ক’জন বরণীয় ব্যক্তিত্ব সম্মান অর্জন করেছেন, তাদের মধ্যে ড. ইউনূসের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে পার্থ বলেন, “এই সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার না হলেও এটি একটি জনগণের সরকার। এই সরকার বিপ্লব ও গণঅভ্যুত্থানের ফসল। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলে সরকার নির্বাচিত কি অনির্বাচিত, সেটিই মুখ্য নয়।

পার্থ আরও বলেন, “প্রথম দিন থেকেই আমরা বলছি সংস্কার চাই। বড় সংস্কার অবশ্যই জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই হতে হবে। তবে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয়, সে জন্য আমরা শুরু থেকেই তাদের পাশে আছি এবং সহায়তা করে যাচ্ছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। যেসব জরুরি সংস্কার সম্ভব, তা অন্তর্বর্তীকালীন সরকার করবে। বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।”

সংস্কার প্রশ্নে স্পষ্ট করে তিনি জানান, “আপাতত আমরা নিশ্চিত নই কোন কোন সংস্কার হবে। তবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ অনেকাংশেই এই সংস্কারগুলোর ওপর নির্ভর করছে।”

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্র সমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূস আন্তর্জাতিক সম্পদ, সংস্কারেই নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ” — ব্যারিস্টার পার্থ

আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

 

 

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন বাংলাদেশি নন, তিনি একজন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে ক’জন বরণীয় ব্যক্তিত্ব সম্মান অর্জন করেছেন, তাদের মধ্যে ড. ইউনূসের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে পার্থ বলেন, “এই সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার না হলেও এটি একটি জনগণের সরকার। এই সরকার বিপ্লব ও গণঅভ্যুত্থানের ফসল। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলে সরকার নির্বাচিত কি অনির্বাচিত, সেটিই মুখ্য নয়।

পার্থ আরও বলেন, “প্রথম দিন থেকেই আমরা বলছি সংস্কার চাই। বড় সংস্কার অবশ্যই জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই হতে হবে। তবে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয়, সে জন্য আমরা শুরু থেকেই তাদের পাশে আছি এবং সহায়তা করে যাচ্ছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। যেসব জরুরি সংস্কার সম্ভব, তা অন্তর্বর্তীকালীন সরকার করবে। বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।”

সংস্কার প্রশ্নে স্পষ্ট করে তিনি জানান, “আপাতত আমরা নিশ্চিত নই কোন কোন সংস্কার হবে। তবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ অনেকাংশেই এই সংস্কারগুলোর ওপর নির্ভর করছে।”

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্র সমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।