০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
  • / 140

ছবি সংগৃহীত

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৯৬ জন অবৈধ অভিবাসী গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

 

মালয়েশিয়ায় সেলাঙ্গর রাজ্য থেকে ইমিগ্রেশন বিভাগের অভিযান চালিয়ে অন্তত ৯৬ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান, অভিযানে অংশ নেয় ১১৬ জন কর্মকর্তা, যাদের মধ্যে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো এবং ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশনের সদস্যরা ছিলেন। এছাড়াও, পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের কর্মকর্তারা এই অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।

বিজ্ঞাপন

তিনটি দেশের নাগরিকদের নিয়ে গঠিত এই গ্রেপ্তার হওয়া গোষ্ঠীর মধ্যে ১৩৫ জন বিদেশি ছিল, তবে পরবর্তী যাচাইয়ে ৯৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করা হয়। তারা একটি ব্যক্তিগত জায়গায় অবস্থান করছিল, যেখানে অবৈধভাবে বসবাস করার জন্য তারা বাসা ভাড়া করেছিল।

ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া এসব অভিবাসী ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইন এবং ১৯৬৬ সালের পাসপোর্ট আইনের অধীনে অবৈধভাবে বসবাস করছিলেন। জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতদের বর্তমানে কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।এই অভিযান মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন মোকাবিলায় সরকারের কঠোর অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।