অপরাধ
সিংড়া উপজেলার ধানখেতের সেচ নিয়ে সংঘর্ষ: গুলিবিদ্ধসহ ১৫ জন আহত

- আপডেট সময় ১১:২০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / 40
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামে রাতে ধানখেতে সেচ দেওয়ার বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে এই সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমকুড়ি গ্রামের জমসেদ আলী ও জিয়াউর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। গতকাল রাত ৮টার দিকে বিরোধপূর্ণ জমিতে সেচ দেওয়ার সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়। এক পর্যায়ে, অস্ত্র থেকে গুলি ছোড়া হয়, যার ফলে ১৫ জন আহত হন, তাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় কয়েকজনকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয় কৃষক মাহবুব হোসেন জানান, জমসেদ আলী ও জিয়াউর রহমানের মধ্যে বহুদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল এবং একাধিকবার সালিশও হয়েছিল। তবে, সেচ দেওয়া নিয়ে গতকাল রাতে উত্তেজনা সৃষ্টি হয় এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক কমেছে। তবে, এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং তদন্ত অব্যাহত রয়েছে।