০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
শিশু সাজিদের মৃত্যু: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ মানুষকে ভয় দেখাতেই এসব হামলা: রিজওয়ানা আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান

আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
  • / 1622

ছবি সংগৃহীত

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব-২-এর তথ্যমতে, আটক হান্নান বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বসবাস করলেও তাঁর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি হাদিকে গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত ব্যক্তি। ওই ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

র‍্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। পরবর্তীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, বাইকটির মালিক আব্দুল হান্নান।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। একবার তিনি দাবি করেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো বলেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো লিখিত বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আটক হান্নান প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন তাঁদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না—এমন দাবি করেছেন। তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ ছাড়া হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি।

র‍্যাব কর্মকর্তারা মনে করছেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সে কারণেই হান্নানকে ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

চাঞ্চল্যকর এই গুলির ঘটনায় এখনো সরাসরি হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও, ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করাকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

নিউজটি শেয়ার করুন

আটকের পর যা বললেন গুলিতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান

আপডেট সময় ০১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর) সন্দেহভাজন হিসেবে আব্দুল হান্নানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

র‍্যাব-২-এর তথ্যমতে, আটক হান্নান বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় বসবাস করলেও তাঁর স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি হাদিকে গুলিবর্ষণের ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত ব্যক্তি। ওই ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

র‍্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনাক্ত করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। পরবর্তীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) থেকে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, বাইকটির মালিক আব্দুল হান্নান।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। একবার তিনি দাবি করেন মোটরসাইকেলটি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো বলেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো লিখিত বা গ্রহণযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, আটক হান্নান প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে চেনেন বলে স্বীকার করলেও দীর্ঘদিন তাঁদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না—এমন দাবি করেছেন। তবে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ফয়সাল করিম মাসুদের সঙ্গে হান্নানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এ ছাড়া হান্নানের নির্দিষ্ট কোনো পেশার তথ্যও পাওয়া যায়নি।

র‍্যাব কর্মকর্তারা মনে করছেন, বিস্তারিত জিজ্ঞাসাবাদের মাধ্যমে হাদির ওপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। সে কারণেই হান্নানকে ৫৪ ধারায় আটক দেখিয়ে মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

চাঞ্চল্যকর এই গুলির ঘটনায় এখনো সরাসরি হামলায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও, ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করাকে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।