ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

গজারিয়া নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত কোস্টগার্ড সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 43

ছবি সংগৃহীত

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে গেলে জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়। অভিযানে একটি অবৈধ পাইজাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে, উপজেলার মাঝেরচর এলাকায়। বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হিজলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌপুলিশের যৌথ টিম ওই অভিযানে অংশ নেয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাটকা নিধন ঠেকাতে তারা মাঝেরচর এলাকায় অভিযান চালাতে গেলে হঠাৎ করে অন্তত ৫০ জন জেলে কয়েকটি ট্রলার নিয়ে এসে তাদের ওপর আক্রমণ চালায়। এতে কোস্টগার্ড সদস্য এম মনজুরুল আহত হন।

আক্রমণের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, স্টাফ অফিসার (অপারেশনস)-এর অনুমতিক্রমে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষায় সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কোনো ধরণের বাধা বা সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। দেশের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলেদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছে মৎস্য বিভাগ। তারা বলছে, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নদীতে জাটকা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে জেলেদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এরপরও কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে মাঝেরচরসহ আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সামুদ্রিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

গজারিয়া নদীতে জাটকা রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত কোস্টগার্ড সদস্য

আপডেট সময় ১২:৪৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

 

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানে গেলে জেলেদের হামলায় কোস্টগার্ডের এক সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে ফাঁকা গুলি ছুড়তে হয়। অভিযানে একটি অবৈধ পাইজাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে, উপজেলার মাঝেরচর এলাকায়। বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন হিজলা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌপুলিশের যৌথ টিম ওই অভিযানে অংশ নেয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাটকা নিধন ঠেকাতে তারা মাঝেরচর এলাকায় অভিযান চালাতে গেলে হঠাৎ করে অন্তত ৫০ জন জেলে কয়েকটি ট্রলার নিয়ে এসে তাদের ওপর আক্রমণ চালায়। এতে কোস্টগার্ড সদস্য এম মনজুরুল আহত হন।

আক্রমণের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, স্টাফ অফিসার (অপারেশনস)-এর অনুমতিক্রমে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জাটকা রক্ষায় সরকার ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কোনো ধরণের বাধা বা সন্ত্রাসী কার্যক্রম বরদাস্ত করা হবে না। দেশের সম্পদ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেলেদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করেছে মৎস্য বিভাগ। তারা বলছে, মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নদীতে জাটকা আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে জেলেদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এরপরও কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে মাঝেরচরসহ আশপাশের এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতা কামনা করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সামুদ্রিক সম্পদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।