০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 54

ছবি: সংগৃহীত

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ওয়ারীর আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাইদুর ও মেহেদীকে আটক করা হয়। তবে চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

অভিযানের সময় উদ্ধার করা হয়—

জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনেক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহের কথা স্বীকার করেছে। ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল, যা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।

গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিবির অভিযানে কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৪:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

 

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে রাজধানীর ওয়ারী এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি জাল নোটসহ জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। অভিযানে জাল নোট চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তবে এক সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাইদুর রহমান (৩২) ও মো. মেহেদী হাসান (২৫)। তাদের কাছ থেকে ৩৮ লাখ ৫২ হাজার ৬০০ টাকার দেশি জাল নোট, ৭৭ হাজার ১০০ ভারতীয় রুপির জাল নোট এবং জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ডিবির উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি চক্র ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ জাল নোট তৈরি করে বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ওয়ারীর আর কে মিশন রোডের একটি ভবনের ষষ্ঠ তলার ৬/বি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাৎক্ষণিক অভিযান চালিয়ে সাইদুর ও মেহেদীকে আটক করা হয়। তবে চক্রের আরেক সদস্য পালিয়ে যায়।

অভিযানের সময় উদ্ধার করা হয়—

জাল নোট তৈরির কাজে ব্যবহৃত একটি সিপিইউ, একটি মনিটর, প্রিন্টারের আটটি অব্যবহৃত কালি, ১০০ পিস ফয়েল পেপার (সিকিউরিটি ফিতা) ও দুটি মোবাইল ফোন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা অনেক দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জাল নোট সরবরাহের কথা স্বীকার করেছে। ঈদকে কেন্দ্র করে তারা বিপুল পরিমাণ জাল নোট মজুত করেছিল, যা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল।

গ্রেপ্তারকৃত দুজনসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।