ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
আগামী নির্বাচন: সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে প্রশাসন নেপালের কাঠমান্ডুতে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিশাল মিছিল, রাজনীতির প্রতি হতাশ জনতা শিরোপা দৌড়ে পিছিয়ে পড়েও আশা ছাড়ছে না আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণ মামলার নিষ্পত্তির দাবি, ন্যায়বিচারের দাবিতে তীব্র প্রতিবাদ কারা অধিদপ্তরে শৃঙ্খলা ভঙ্গের কঠোর শাস্তি: চাকরিচ্যুত ১২, বরখাস্ত ৮৪ কর্মকর্তা পাচার হওয়া টাকা ফেরাতে নতুন আইন আসছে শিগগিরই: প্রেস সচিব দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১.৪০ বিলিয়ন ডলার- রেমিট্যান্স প্রবাহ অব্যাহত, অর্থনীতিতে স্বস্তি মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন: ফায়ার সার্ভিসের তড়িৎ অভিযানে নিয়ন্ত্রণ রাঙামাটিতে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ: ৫ দফা দাবিতে উত্তাল প্রতিবাদ সমাবেশ ডিসেম্বরে জাতীয় নির্বাচন: প্রস্তুতিতে ব্যস্ত, নির্বাচনী সূচি অটল রাখতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারসহ অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির ঘটনার পর গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। অভিযানের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় রাতের বেলা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, রাজধানীতে সংঘবদ্ধ অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
৫১০ বার পড়া হয়েছে

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারসহ অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির ঘটনার পর গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। অভিযানের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় রাতের বেলা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, রাজধানীতে সংঘবদ্ধ অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।