ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 47

ছবি: সংগৃহীত

 

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারসহ অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির ঘটনার পর গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। অভিযানের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় রাতের বেলা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, রাজধানীতে সংঘবদ্ধ অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

আপডেট সময় ০৫:২৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫

 

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার লুটের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুট হওয়া স্বর্ণালংকারসহ অবৈধ অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডাকাতির ঘটনার পর গোয়েন্দা পুলিশের একাধিক টিম তদন্তে নামে। অভিযানের মাধ্যমে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি বনশ্রী এলাকায় রাতের বেলা একদল অস্ত্রধারী দুর্বৃত্ত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় রামপুরা থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণ ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ বলছে, রাজধানীতে সংঘবদ্ধ অপরাধীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনার লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।