যশোরে পাঁচ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

- আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / 9
যশোরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় শরীর তল্লাশি করে হালিম ও শহিদুলের প্যান্টের পকেট থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করেছিলেন।
তিনি আরও বলেন, আটক দুজনকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।