০৮:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল ১৫ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের কড়া পদক্ষেপ, পাঠানো হলো কারাগারে অগ্নি দুর্ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কতা নির্দেশনা দিল মাউশি

যশোরে পাঁচ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 47

ছবি সংগৃহীত

 

যশোরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় শরীর তল্লাশি করে হালিম ও শহিদুলের প্যান্টের পকেট থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করেছিলেন।

তিনি আরও বলেন, আটক দুজনকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

যশোরে পাঁচ স্বর্ণের বারসহ দুই যুবক আটক

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

 

যশোরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া পাঁচটি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সদর উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২২ লাখ ৮১ হাজার ৪০২ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের গনি সরদারের ছেলে আব্দুল হালিম (২৭) এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের নান্নু মাতবরের ছেলে শহিদুল ইসলাম (২৯)।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় শরীর তল্লাশি করে হালিম ও শহিদুলের প্যান্টের পকেট থেকে ৮৩১ গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন। একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজীরহাট হয়ে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তারা ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জের তেঘরিয়া এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করেছিলেন।

তিনি আরও বলেন, আটক দুজনকে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।