বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: র্যাবের অভিযানে ঘাতক চালক গ্রেপ্তার

- আপডেট সময় ০৮:৫১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 15
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাকচালক মহির উদ্দিন (৩০) কে আটক করেছে র্যাব।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যার পর নাটোর র্যাব ক্যাম্পের একটি দল নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। মহির উদ্দিন ওই গ্রামের সোনা মিয়ার ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, ঘটনার পর থেকেই ট্রাকচালককে আটক করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিলেন। চালক শনাক্তের পর র্যাবের সহযোগিতায় তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং পরে রাতেই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিষয়ে নিহতদের একজনের স্বজন নজরুল ইসলাম বাদী হয়ে একই দিন বিকেলে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
প্রসঙ্গত, বুধবার সকাল ১০টার দিকে বড়াইগ্রামের তরমুজ পাম্প এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা পাঁচজন মারা যান। আহত অবস্থায় উদ্ধার করা তিনজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যান।
নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য, যাদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামে। তারা সিরাজগঞ্জে অসুস্থ এক আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে যাত্রাপথেই দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় সবাইকে।