ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মিয়ানমারের সামরিক জান্তা-বিরোধী দুটি গোষ্ঠীর তীব্র সংঘর্ষ, পালিয়ে আসছে হাজারো মানুষ চলতি মাসের ৬ দিনে রেমিট্যান্স এসেছে ৪২৭ মিলিয়ন মার্কিন ডলার: বাংলাদেশ ব্যাংক সাভারে বিশেষ অভিযান শীর্ষ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার কিশোরগঞ্জে সবাইকে অচেতন করে ‘দুর্ধর্ষ চুরি, ১০ লাখ টাকার মালামাল লুট রাজনৈতিক পরিবর্তন ছাড়া কোনো নীতিই ব্যাংক খাতকে শক্তিশালী করতে পারবে না: গভর্নর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৯২ ঝিনাইদহে এসআই মিরাজুল হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন নির্বাচনের বিলম্বে দেশের অগ্রগতি ব্যাহত হবে: মির্জা ফখরুল দায়িত্বশীলভাবে কাজ করলে কর্মকর্তাদের জন্য ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান বধিরতা জয় করল বিজ্ঞান: শ্রবণশক্তি ফেরাতে জিন থেরাপির নতুন কৌশল

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 2

ছবি সংগৃহীত

 

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, সাদা অ্যাপ্রোন পরে আব্দুর রহমান জাকির নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।

রোগীর স্বজনদের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ সদস্য সোহেল রানা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহমান জাকির স্বীকার করেন যে তিনি আসলে কোনো ইন্টার্ন চিকিৎসক নন।

পরে তার কাছে থাকা বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত আরও জানান, আটককৃত যুবককে তাৎক্ষণিকভাবে তার কাছে নিয়ে আসা হয়। এরপর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে ভুয়া চিকিৎসকের এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

যশোর জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক আটক

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

 

যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক আব্দুর রহমান জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, সাদা অ্যাপ্রোন পরে আব্দুর রহমান জাকির নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন। এ সময় তিনি শহরের পুরাতন কসবা এলাকার সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা নেন।

রোগীর স্বজনদের কাছে ঘটনাটি সন্দেহজনক মনে হলে তারা হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে বিষয়টি জানায়। পরে পুলিশ সদস্য সোহেল রানা তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আব্দুর রহমান জাকির স্বীকার করেন যে তিনি আসলে কোনো ইন্টার্ন চিকিৎসক নন।

পরে তার কাছে থাকা বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়।

তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত আরও জানান, আটককৃত যুবককে তাৎক্ষণিকভাবে তার কাছে নিয়ে আসা হয়। এরপর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও স্বজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে ভুয়া চিকিৎসকের এমন কর্মকাণ্ডে বিস্ময় প্রকাশ করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত অন্য কেউ আছে কিনা তা খতিয়ে দেখা হবে।