০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুকে গলা কেটে হত্যা, চার্জার ভ্যান ছিনতাইয়ে গ্রেপ্তার ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 69

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধুকে অতিরিক্ত চোলাই মদ খাইয়ে অচেতন করার পর গলা কেটে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এএনএম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খাদেমুল ইসলাম মধু (২৪)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিংঙ্গরগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তবে তিনি নাচোল উপজেলায় বিয়ে করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এছাড়া নাচোল উপজেলার ফতেপুর এলাকার রমজান আলীর ছেলে আমানত আলী এবং তার ছেলে আমিনুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ জুন সকালে নাচোল উপজেলার পারিলা এলাকা থেকে চার্জার ভ্যানচালক রাজু আহমেদের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদেমুল স্বীকার করেছেন, তিনি নিহত রাজুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তারা প্রায়ই একসাথে মাদকদ্রব্য সেবন করতেন। ঘটনার দিন ২১ জুন বিকেলে রাজুকে চোলাই মদ খাওয়ানোর কথা বলে ভ্যানসহ বের হন খাদেমুল। পরে রাজুকে অতিরিক্ত মদ খাইয়ে অচেতন করলে রাত সাড়ে ১০টার দিকে পারিলা এলাকায় ভ্যানের ওপরেই গলা কেটে হত্যা করেন। হত্যার পর চার্জার ভ্যানটি ২০ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান তিনি।

পুলিশের একাধিক টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে নীলফামারী থেকে খাদেমুলকে গ্রেপ্তার করে। পরে আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকেও আটক করা হয়।

অ্যাডিশনাল এসপি ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে খাদেমুল ইসলাম মধু হত্যার দায় স্বীকার করেছে। শনিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

পুলিশের কর্মকর্তারা জানান, এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চার্জার ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুকে গলা কেটে হত্যা, চার্জার ভ্যান ছিনতাইয়ে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:১৮:২৯ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বন্ধুকে অতিরিক্ত চোলাই মদ খাইয়ে অচেতন করার পর গলা কেটে হত্যা করে চার্জার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এএনএম ওয়াসিম ফিরোজ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী খাদেমুল ইসলাম মধু (২৪)। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর সিংঙ্গরগাড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তবে তিনি নাচোল উপজেলায় বিয়ে করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। এছাড়া নাচোল উপজেলার ফতেপুর এলাকার রমজান আলীর ছেলে আমানত আলী এবং তার ছেলে আমিনুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া চার্জার ভ্যানটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ জুন সকালে নাচোল উপজেলার পারিলা এলাকা থেকে চার্জার ভ্যানচালক রাজু আহমেদের (২৮) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নাচোল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

বিজ্ঞাপন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদেমুল স্বীকার করেছেন, তিনি নিহত রাজুর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন এবং তারা প্রায়ই একসাথে মাদকদ্রব্য সেবন করতেন। ঘটনার দিন ২১ জুন বিকেলে রাজুকে চোলাই মদ খাওয়ানোর কথা বলে ভ্যানসহ বের হন খাদেমুল। পরে রাজুকে অতিরিক্ত মদ খাইয়ে অচেতন করলে রাত সাড়ে ১০টার দিকে পারিলা এলাকায় ভ্যানের ওপরেই গলা কেটে হত্যা করেন। হত্যার পর চার্জার ভ্যানটি ২০ হাজার টাকায় বিক্রি করে পালিয়ে যান তিনি।

পুলিশের একাধিক টিম শুক্রবার রাতে অভিযান চালিয়ে নীলফামারী থেকে খাদেমুলকে গ্রেপ্তার করে। পরে আমানত আলী ও তার ছেলে আমিনুর রহমানকেও আটক করা হয়।

অ্যাডিশনাল এসপি ওয়াসিম ফিরোজ বলেন, প্রাথমিকভাবে খাদেমুল ইসলাম মধু হত্যার দায় স্বীকার করেছে। শনিবার তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

পুলিশের কর্মকর্তারা জানান, এই ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চার্জার ভ্যান ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।