১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যা: গৃহকর্মী আয়েশা ঝালকাঠিতে গ্রেপ্তার সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক।

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / 74

ছবি সংগৃহীত

 

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেপ্তারকৃত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুলাই।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের একটি বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, শুনানির এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে। একইসঙ্গে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

আদালতে আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ১৬ জুন ট্রাইব্যুনাল-১ পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরদিনই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তির পরেও আসামিরা আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল আগামী ১ জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করে।

প্রসঙ্গত, আলোচ্য মামলাটি ছাত্র-জনতার উপর সহিংস হামলা ও হত্যাকাণ্ডসহ নানা গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আদালত সূত্র জানায়, পলাতক দুই আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালিয়ে নিতে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে। পরবর্তী শুনানিতে অভিযোগ গঠনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এই মামলার পরবর্তী ধাপ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে জাতির চোখ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণহত্যা: শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই

আপডেট সময় ০২:৫২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং গ্রেপ্তারকৃত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ জুলাই।

আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর তিন সদস্যের একটি বেঞ্চ, যার নেতৃত্বে রয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, শুনানির এই দিন নির্ধারণ করেন। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে। একইসঙ্গে পলাতক দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন

আদালতে আজ শুনানিতে রাষ্ট্রপক্ষের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

এর আগে গত ১৬ জুন ট্রাইব্যুনাল-১ পলাতক আসামিদের ট্রাইব্যুনালে হাজির করতে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। পরদিনই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তবে বিজ্ঞপ্তির পরেও আসামিরা আদালতে হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল আগামী ১ জুলাই অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করে।

প্রসঙ্গত, আলোচ্য মামলাটি ছাত্র-জনতার উপর সহিংস হামলা ও হত্যাকাণ্ডসহ নানা গুরুতর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা হয়েছে, যা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আদালত সূত্র জানায়, পলাতক দুই আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া চালিয়ে নিতে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হবে। পরবর্তী শুনানিতে অভিযোগ গঠনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

এই মামলার পরবর্তী ধাপ এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে জাতির চোখ এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে।