ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে ভিনিসিয়ুস-গুলারের জোড়ায় নাটকীয় জয় রিয়ালের বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ হাজার জাল ডলারসহ ৬ জন আটক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 16

ছবি সংগৃহীত

 

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

পরে বিকেলে আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের আলামত। জব্দকৃত ডলারের বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।

আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সোহেল ইসলাম (৩৪), রমেশচন্দ্র বর্মন (৩৫), মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার হোসেন আলী বাবু (৩৬)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাস থামিয়ে আনোয়ার, ইয়াসিন ও সোহেলকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের সিনেমা হল রোড এলাকা থেকে রমেশচন্দ্র, মোজাম্মেল ও বাবুকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জাল ডলার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আনোয়ার ও ইয়াসিনের গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের আলামতও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ডলার তৈরি ও পাচারের সঙ্গে জড়িত। এসব জাল ডলার সীমান্তবর্তী বাংলাবান্ধা হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানা গেছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল ডলার ও নকল টাকা তৈরি করে দেশ ও দেশের বাইরে পাচার করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান চলবে।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সেনাবাহিনী আটককৃতদের জাল ডলারসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে ৮০ হাজার জাল ডলারসহ ৬ জন আটক

আপডেট সময় ০৮:১৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

 

পঞ্চগড়ে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৮০ হাজার জাল মার্কিন ডলারসহ ছয়জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

পরে বিকেলে আটককৃতদের পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন এবং মাদকদ্রব্য সেবনের আলামত। জব্দকৃত ডলারের বাজারমূল্য প্রায় ৯৭ লাখ ৭৯ হাজার ২৮০ টাকা।

আটককৃতরা হলেন দেবীগঞ্জ উপজেলার বাগদহ দিলালপাড়া গ্রামের আনোয়ার হোসেন ডিপজল (৪২), ইয়াসিন আলি (৩২), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সোহেল ইসলাম (৩৪), রমেশচন্দ্র বর্মন (৩৫), মোজাম্মেল হক (৫৫) এবং পঞ্চগড় পৌরসভার হোসেন আলী বাবু (৩৬)।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে একটি মাইক্রোবাস থামিয়ে আনোয়ার, ইয়াসিন ও সোহেলকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের সিনেমা হল রোড এলাকা থেকে রমেশচন্দ্র, মোজাম্মেল ও বাবুকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জাল ডলার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আনোয়ার ও ইয়াসিনের গ্রামের বাড়ি দেবীগঞ্জে অভিযান চালিয়ে মাদক সেবনের আলামতও জব্দ করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে নকল ডলার তৈরি ও পাচারের সঙ্গে জড়িত। এসব জাল ডলার সীমান্তবর্তী বাংলাবান্ধা হয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলেও জানা গেছে।

পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয় বলেন, “এই চক্রটি দীর্ঘদিন ধরে জাল ডলার ও নকল টাকা তৈরি করে দেশ ও দেশের বাইরে পাচার করতো। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ভবিষ্যতেও আমাদের অভিযান চলবে।”

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সেনাবাহিনী আটককৃতদের জাল ডলারসহ থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”