নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর জামিন নাকচ করলো আদালত

- আপডেট সময় ০৪:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / 10
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে তার জামিন ও ডিভিশন চেয়ে আবেদন করা হলে, আদালত জামিন আবেদন নাকচ করে দেন। তবে ডিভিশনের বিষয়ে আদালত সম্মতি দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, “আদালত ডিভিশনের বিষয়টি বিবেচনায় নিয়েছেন, তবে জামিন আবেদন খারিজ করে দিয়েছেন। অথচ যিনি প্রকৃত দোষী, সেই শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অথচ ডা. আইভীকে গ্রেপ্তার করা হলো। এটা অত্যন্ত দুঃখজনক।”
এর আগে গত শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সকাল ১০টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদিরের আদালতে হাজির করা হলে, আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
এদিকে ডা. আইভীর গ্রেপ্তার এবং জামিন নামঞ্জুরের ঘটনায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের একাংশ বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেও উল্লেখ করেছেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি দুই মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দলীয় রাজনীতিতেও ছিলেন সক্রিয়।
ঘটনার পেছনে রাজনৈতিক চাপ ও ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন অনেকে। তবে এই বিষয়ে সরকারি মহলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
আইভীর আইনজীবীরা উচ্চ আদালতে জামিন চেয়ে আবেদন করবেন বলেও জানিয়েছেন।
এই ঘটনায় নারায়ণগঞ্জে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।