ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামালের ৫৪তম শাহাদাত বার্ষিকী ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে ডিবি চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনায় মোটরসাইকেল ও দেশীয় অস্ত্রসহ পেশাদার ছিনতাইকারী শাকিলকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ যুদ্ধবিরতিতে ফিলিস্তিনিদের ‘না’, প্রস্তাবে যা বলেছে ইসরায়েল ড. ইউনূস বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন তালেবান আর সন্ত্রাসী গোষ্ঠী নয়, রায় দিল রাশিয়া গুগল এখন অস্ত্র ও নজরদারির জন্য এআই তৈরি করছে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর হামলায় ৫ জন নিহত, ৪ জন আহত — সন্দেহভাজন আটক ইসরায়েল সীমান্তের কাছে হিজবুল্লাহকে হটাতে কাজ করছে লেবানন সেনাবাহিনী সিরিয়ার স্বৈরশাসকের মূল্যবান সম্পদ পাচারে গোপন বিমান মিশন

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / ৫০৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

 

পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা এবং তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থ পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দীর্ঘ তিন বছরের বেশি সময় বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) লিমার একটি আদালত এই বহুল প্রত্যাশিত রায় ঘোষণা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

আদালতের রায়ে বলা হয়, হুমালা ২০০৬ ও ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাজিলের একটি নির্মাণ কোম্পানি থেকে অবৈধভাবে তহবিল গ্রহণ করেছিলেন। এই অর্থ তিনি নিজের নির্বাচনী প্রচারে ব্যবহার করেন। হুমালার স্ত্রী নাদিন হেরেদিয়াও এই তহবিল পাচার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, হেরেদিয়া তার স্বামীর সঙ্গে মিলে ‘জাতীয়তাবাদী দল’ প্রতিষ্ঠা করেছিলেন।

রায় ঘোষণার সময় সাবেক প্রেসিডেন্ট হুমালা আদালতে উপস্থিত থাকলেও, তার স্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত ছিলেন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে তারা অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেদের নির্দোষ দাবি করেছেন।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে হেরেদিয়া ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পান এবং বর্তমানে তিনি তার ছেলেসহ সেখানেই অবস্থান করছেন।

প্রসিকিউটররা হুমালার জন্য ২০ বছর এবং হেরেদিয়ার জন্য ২৬ বছর ছয় মাসের কারাদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত দুজনকেই ১৫ বছর করে কারাদণ্ড প্রদান করে।

সাবেক সামরিক কর্মকর্তা ওলান্টা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নেন এবং তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগিতায় রাজনৈতিক জোট গড়ে তোলেন। তখনও তার বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছিল।

এই রায় পেরুতে রাজনীতিতে দুর্নীতি ও অবৈধ অর্থের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির নাগরিক সমাজ ও গণমাধ্যম এই রায়কে দুর্নীতিবিরোধী অভিযানে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে।

নিউজটি শেয়ার করুন

পেরুর সাবেক প্রেসিডেন্ট ও স্ত্রীকে ১৫ বছরের কারাদণ্ড

আপডেট সময় ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

 

পেরুর সাবেক প্রেসিডেন্ট ওলান্টা হুমালা এবং তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে অর্থ পাচারের দায়ে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দীর্ঘ তিন বছরের বেশি সময় বিচার প্রক্রিয়া চলার পর মঙ্গলবার (১৫ এপ্রিল) লিমার একটি আদালত এই বহুল প্রত্যাশিত রায় ঘোষণা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার (১৬ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

আদালতের রায়ে বলা হয়, হুমালা ২০০৬ ও ২০১১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ব্রাজিলের একটি নির্মাণ কোম্পানি থেকে অবৈধভাবে তহবিল গ্রহণ করেছিলেন। এই অর্থ তিনি নিজের নির্বাচনী প্রচারে ব্যবহার করেন। হুমালার স্ত্রী নাদিন হেরেদিয়াও এই তহবিল পাচার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। উল্লেখ্য, হেরেদিয়া তার স্বামীর সঙ্গে মিলে ‘জাতীয়তাবাদী দল’ প্রতিষ্ঠা করেছিলেন।

রায় ঘোষণার সময় সাবেক প্রেসিডেন্ট হুমালা আদালতে উপস্থিত থাকলেও, তার স্ত্রী ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত ছিলেন। তবে আদালতের রায়ের বিরুদ্ধে তারা অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেদের নির্দোষ দাবি করেছেন।

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, রায় ঘোষণার আগে হেরেদিয়া ব্রাজিলে রাজনৈতিক আশ্রয় পান এবং বর্তমানে তিনি তার ছেলেসহ সেখানেই অবস্থান করছেন।

প্রসিকিউটররা হুমালার জন্য ২০ বছর এবং হেরেদিয়ার জন্য ২৬ বছর ছয় মাসের কারাদণ্ডের আবেদন করেছিল। তবে আদালত দুজনকেই ১৫ বছর করে কারাদণ্ড প্রদান করে।

সাবেক সামরিক কর্মকর্তা ওলান্টা হুমালা ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত পেরুর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতিতে প্রবেশের আগে তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশ নেন এবং তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ঘনিষ্ঠ সহযোগিতায় রাজনৈতিক জোট গড়ে তোলেন। তখনও তার বিরুদ্ধে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ উঠেছিল।

এই রায় পেরুতে রাজনীতিতে দুর্নীতি ও অবৈধ অর্থের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির নাগরিক সমাজ ও গণমাধ্যম এই রায়কে দুর্নীতিবিরোধী অভিযানে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে।