ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান

খবরের কথা ডেস্ক

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান, গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অভিযানে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) এবং মো. কালাম চৌধুরী (৪০)। তাঁদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ঘড়ি এবং বিভিন্ন মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শনির আখড়ার শেখদির এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাজহারুলের দেওয়া তথ্য অনুযায়ী, শনির আখড়া থেকে জসীম উদ্দিন এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের দেওয়া তথ্যমতে যাত্রাবাড়ী এলাকা থেকে চক্রের আরেক সদস্য কালাম চৌধুরীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জনসমাগমস্থল, যেমন মেলা, ওয়াজ মাহফিল ও সভা-সমাবেশ থেকে মোবাইল ফোন চুরি করে আসছিল। এ চুরি করা ফোন এবং অন্যান্য সামগ্রী তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। এ ছাড়া চোরাই পণ্য কেনাবেচায় সক্রিয় এই চক্রটি আরও বড় একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিবি সূত্র আরও জানায়, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
৫১৫ বার পড়া হয়েছে

গ্রেপ্তার ৪, ৩৯টি মোবাইল-ল্যাপটপ জব্দ

রাজধানীতে চোরাই ডিভাইস উদ্ধার অভিযান

আপডেট সময় ১১:২১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

 

রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোরচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। অভিযানে চোরাই মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি এবং অন্যান্য ইলেকট্রনিক সামগ্রীসহ উল্লেখযোগ্য পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার শনির আখড়া, যাত্রাবাড়ী ও গুলিস্তান এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মাজহারুল ইসলাম (৩৫), মো. জসীম উদ্দিন (৩৮), সাইফুল ইসলাম (৩২) এবং মো. কালাম চৌধুরী (৪০)। তাঁদের কাছ থেকে ৩৯টি চোরাই মোবাইল ফোন, একটি ল্যাপটপ, দুটি ঘড়ি এবং বিভিন্ন মোবাইল কভার ও স্ক্রিন প্রটেক্টর উদ্ধার করা হয়েছে।

ডিবি উত্তরা বিভাগের একজন কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে শনির আখড়ার শেখদির এলাকায় অভিযান চালিয়ে মাজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাজহারুলের দেওয়া তথ্য অনুযায়ী, শনির আখড়া থেকে জসীম উদ্দিন এবং গুলিস্তান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে সাইফুলের দেওয়া তথ্যমতে যাত্রাবাড়ী এলাকা থেকে চক্রের আরেক সদস্য কালাম চৌধুরীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জনসমাগমস্থল, যেমন মেলা, ওয়াজ মাহফিল ও সভা-সমাবেশ থেকে মোবাইল ফোন চুরি করে আসছিল। এ চুরি করা ফোন এবং অন্যান্য সামগ্রী তারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত। এ ছাড়া চোরাই পণ্য কেনাবেচায় সক্রিয় এই চক্রটি আরও বড় একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডিবি সূত্র আরও জানায়, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।