দুদকের চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদকে সরানোর প্রস্তাব
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগ নিয়ে বিতর্ক উত্থাপিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) বিষয়টি তদন্তে উদ্যোগী হয়েছে এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।
দুদকের সূত্রে জানা গেছে, গত ১৫ জানুয়ারি সায়মা ওয়াজেদ পুতুলের নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রাথমিক যাচাইয়ের পর অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কন্যার জন্য অনৈতিকভাবে ক্ষমতার ব্যবহার করেছেন বলে অভিযোগ উঠেছে। তার বক্তব্য অনুযায়ী, সায়মা ওয়াজেদ পুতুলের এই পদে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
দুদক জানিয়েছে, এই অভিযোগ তদন্তের উদ্দেশ্যে প্রয়োজনীয় নথি সংগ্রহ এবং সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য আহরণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সরকারি মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।