বিডিআর বিদ্রোহ
খালাসপ্রাপ্ত আসামিদের জামিন মঞ্জুর
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হত্যা মামলায় খালাসপ্রাপ্ত আসামিদের জামিন মঞ্জুর করেছেন আদালত। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া রোববার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) বোরহান উদ্দিন।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বিচারিক আদালত ২৭৮ জনকে খালাস দেন। এর মধ্যে ৬৯ জনের খালাসের রায় চ্যালেঞ্জ করে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করে। এর মধ্যে ২০ জনের রায় বাতিল হলেও বাকিরা খালাস পান। তিনি আরও বলেন, যাঁরা হত্যা মামলায় দুই আদালত থেকে খালাস পেয়েছেন এবং বিস্ফোরক দ্রব্য মামলার আসামি, তাঁদের জামিন মঞ্জুর হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যক আসামি সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
২০০৯ সালে পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয় একটি হত্যা এবং অন্যটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশ্লিষ্ট। হত্যা মামলায় বিচারিক আদালত ১৩৯ জনের মৃত্যুদণ্ড, ১৮৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ২২৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেন। খালাস পান ২৮৩ জন। হাইকোর্ট এ রায়ের বেশিরভাগ বহাল রাখেন। আপিল বিভাগে এখনো বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
অন্যদিকে, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ মামলায় বিচার প্রক্রিয়া চলছে। এ মামলায় ১,৩৪৪ জন সাক্ষীর মধ্যে ২৭৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২২৬ জন আসামি ৭৩টি আপিল এবং রাষ্ট্রপক্ষ ২০টি আপিল করেছে। এসব আপিল এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায়।