ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯ ৪৮তম বিশেষ বিসিএস: ৫২০৬ জন উত্তীর্ণ ইসরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি: ত্রাণ নিতে আসার সময় ঘটে এ ঘটনা গাজীপুরে নাসির হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ: একদিনে ৩২ জন আক্রান্ত ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

ঢাকায় শীঘ্রই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 31

ছবি সংগৃহীত

 

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ছোট পরিসরে চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

মানবিক করিডর প্রসঙ্গে লুইস বলেন, “করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। কেবল তখনই জাতিসংঘ এ বিষয়ে সহায়তা করতে পারবে। এখন পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস জানান, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে না। তবে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে, সেজন্য সহায়তা করছে জাতিসংঘ।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে, এবং এ উদ্যোগগুলো দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাতিসংঘ আশা করছে।

গোয়েন লুইস তার বক্তব্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

ঢাকায় শীঘ্রই চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

আপডেট সময় ০৩:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

 

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটি অফিস চালুর বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই এটি ছোট পরিসরে চালু হবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।

বুধবার (৪ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

মানবিক করিডর প্রসঙ্গে লুইস বলেন, “করিডর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। কেবল তখনই জাতিসংঘ এ বিষয়ে সহায়তা করতে পারবে। এখন পর্যন্ত এ নিয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।”

বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রক্রিয়া ও নির্বাচন প্রসঙ্গে গোয়েন লুইস জানান, “নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। জাতিসংঘ এতে হস্তক্ষেপ করে না। তবে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে পারে, সেজন্য সহায়তা করছে জাতিসংঘ।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগকে জাতিসংঘ সমর্থন করে, এবং এ উদ্যোগগুলো দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে জাতিসংঘ আশা করছে।

গোয়েন লুইস তার বক্তব্যে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিতে জাতিসংঘের সহায়তা অব্যাহত থাকবে।”