সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু

- আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / 1
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো শাল্লা ইউনিয়নের সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৫) এবং বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামের কবির হোসেনের ছেলে তানভির মিয়া (৫)। পারিবারিক সূত্রে জানা গেছে, আকিব মিয়া তার মামার বাড়ি মির্জাকান্দা গ্রামে বেড়াতে এসেছিল।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আলমাছ মিয়া ও গ্রামবাসীর তথ্য মতে, সকালবেলায় খেলার ফাঁকে পরিবারের অজান্তে দুই শিশু পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খুঁজে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজিব বিশ্বাস জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলার সময় পরিবারের অগোচরে পুকুরে পড়ে যায় এবং সেখানেই ডুবে মৃত্যু হয়।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, শিশুদের দেখাশোনার ক্ষেত্রে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথা বারবার বলা হলেও এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শিশুদের পানির আশেপাশে খেলাধুলা এড়াতে সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন অনেকে।
পরিবারের সদস্যরা আকস্মিক এ মৃত্যুর ঘটনায় শোকাহত হয়ে পড়েছেন। প্রতিবেশীরাও তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।