ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আঞ্চলিক-বৈশ্বিক পরিবর্তনে ইরান-চীন হাত মিলাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি ইসরায়েলি হামলায় গাজার অন্যতম শীর্ষ নেতা মুহাম্মাদ সিনওয়ারের মৃত্যুর কথা নিশ্চিত করেছে হামাস ইসরায়েলের সাইবার ট্র্যাকিংয়ে নিহত হয়েছিলো ইরানের শীর্ষ ব্যক্তিরা পলিথিন পেলেই জব্দ করা হবে: পরিবেশ উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রুহুল কবির রিজভী চীনের সঙ্গে সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি: মোদি নতুন হামলায় গাজায় নিহত ৭৭ ফিলিস্তিনি: নিরাপত্তাহীনতা চরমে ভিনিসিয়ুস-গুলারের জোড়ায় নাটকীয় জয় রিয়ালের বিকেলে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বসছেন প্রধান উপদেষ্টা

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 105

ছবি সংগৃহীত

 

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড”-এর নয়তলা ভবনে।

ভবনটির মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা ও যশোর আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবালের পরিবার।

নিহতরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান (৪৫), পিতা মৃত রমজান আলী।

প্রত্যক্ষদর্শী শ্রমিক রমজান আলী ও স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম জানান, ভবনটির ষষ্ঠ তলায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দার একটি অংশ ভেঙে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দুই ইঞ্জিনিয়ার ও একজন শ্রমিক নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবন নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ হাসপাতাল ও নির্মাণাধীন ভবন দু’স্থানে যায়। বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি এবং তদারকির অভাবের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ভবন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারে চলছে মাতম। যথাযথ তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই ইঞ্জিনিয়ারসহ নিহত ৩

আপডেট সময় ০৪:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫

 

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড”-এর নয়তলা ভবনে।

ভবনটির মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা ও যশোর আদালতের সাবেক জিপি অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবালের পরিবার।

নিহতরা হলেন কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান (৪৫), পিতা মৃত রমজান আলী।

প্রত্যক্ষদর্শী শ্রমিক রমজান আলী ও স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম জানান, ভবনটির ষষ্ঠ তলায় কাজ চলছিল। এ সময় হঠাৎ বারান্দার একটি অংশ ভেঙে পড়ে যায়। সঙ্গে সঙ্গে দুই ইঞ্জিনিয়ার ও একজন শ্রমিক নিচে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভবন নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ হাসপাতাল ও নির্মাণাধীন ভবন দু’স্থানে যায়। বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি এবং তদারকির অভাবের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে ভবন নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। নিহতদের পরিবারে চলছে মাতম। যথাযথ তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা।