০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম :
ট্রাম্পের উপস্থিতিতে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ ডিএমপির অভ্যন্তরীণ রদবদল: ৫ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব মৌলভীবাজারে বাগানের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যার চেষ্টা ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে : ইসি আনোয়ারুল বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক হিজবুল্লাহ নিরস্ত্রীকরণে লেবাননের মন্ত্রিসভার পরিকল্পনার ধাপসমূহ ২০২৬ সালে মায়ামিতে অনুষ্ঠিত হবে জি-২০ সম্মেলন: ট্রাম্প পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুর মৃত্যু, স্থল অভিযান শুরু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 71

ছবি: সংগৃহীত

 

ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আসদায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম ওমর কাসেম তালাব আবু শারকিয়া, বয়স মাত্র আড়াই বছর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ওয়াফার সংবাদদাতা জানান, ইসরাইলি ড্রোনটি সরাসরি শিশুটির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত রাফাহ শহরের কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় যখন প্রতিদিন অসংখ্য নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছে, তখনই আরও এক নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর হৃদয়বিদারক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বকে।

এদিকে, বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের নামে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

বার্তা সংস্থা এপি’র বরাতে এনডিটিভি জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে নেতজারিম করিডোর, যা আগে ইসরাইল সামরিক অঞ্চলের অংশ হিসেবে ব্যবহার করেছিল। ওই করিডোরটি গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করেছিল, যা পরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ছাড়তে বাধ্য হয় ইসরাইল।

তবে নতুন করে চালানো এই স্থল অভিযান গাজায় ইসরাইলি আগ্রাসনকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে সংঘর্ষ আরও দীর্ঘায়িত হতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে পারে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও, যুদ্ধবিরতির কার্যকর উদ্যোগ এখনো অগ্রগতি পাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে লাখ লাখ ফিলিস্তিনি, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। তবুও সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে শুরু হওয়া স্থল অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

নিউজটি শেয়ার করুন

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় শিশুর মৃত্যু, স্থল অভিযান শুরু

আপডেট সময় ১০:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

 

ইসরাইলি ড্রোন হামলায় দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আসদায় এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। নিহত শিশুটির নাম ওমর কাসেম তালাব আবু শারকিয়া, বয়স মাত্র আড়াই বছর। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ওয়াফার সংবাদদাতা জানান, ইসরাইলি ড্রোনটি সরাসরি শিশুটির মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় দ্রুত রাফাহ শহরের কুয়েতি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করেন।

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় যখন প্রতিদিন অসংখ্য নিরীহ ফিলিস্তিনি নিহত হচ্ছে, তখনই আরও এক নিষ্পাপ শিশুর মৃত্যুর খবর হৃদয়বিদারক বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বকে।

এদিকে, বিমান হামলায় শত শত ফিলিস্তিনির প্রাণহানির রেশ না কাটতেই এবার ‘স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি বাহিনী। বুধবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজার একটি গুরুত্বপূর্ণ করিডোরের অংশ পুনরুদ্ধারের নামে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে।

বার্তা সংস্থা এপি’র বরাতে এনডিটিভি জানিয়েছে, এই অভিযানের লক্ষ্য হচ্ছে নেতজারিম করিডোর, যা আগে ইসরাইল সামরিক অঞ্চলের অংশ হিসেবে ব্যবহার করেছিল। ওই করিডোরটি গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিচ্ছিন্ন করেছিল, যা পরে যুদ্ধবিরতির শর্ত হিসেবে ছাড়তে বাধ্য হয় ইসরাইল।

তবে নতুন করে চালানো এই স্থল অভিযান গাজায় ইসরাইলি আগ্রাসনকে আরও তীব্র করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে সংঘর্ষ আরও দীর্ঘায়িত হতে পারে এবং সাধারণ মানুষের প্রাণহানি বাড়তে পারে।

গাজা উপত্যকায় চলমান ইসরাইলি অভিযান নিয়ে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করলেও, যুদ্ধবিরতির কার্যকর উদ্যোগ এখনো অগ্রগতি পাচ্ছে না। মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে লাখ লাখ ফিলিস্তিনি, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার তীব্র সংকট দেখা দিয়েছে। তবুও সংঘর্ষ থামার কোনো লক্ষণ নেই, বরং নতুন করে শুরু হওয়া স্থল অভিযান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।