ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার মেসির বিবর্ণ দিনে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্রয়ে থামল ইন্টার মায়ামি পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ মানতে প্রস্তুত ইরান, শর্ত শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত, মৃতের সংখ্যা ছাড়াল ৫২ হাজার ভারতের অহংকার চূর্ণ করেছে পাকিস্তান সেনাবাহিনী: শেহবাজ শরিফের দাবি

উষ্ণতার ইঙ্গিত: সামনের দিনগুলোতে বাড়তে পারে তাপমাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 31

ছবি: সংগৃহীত

 

দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। যদিও আগামী দু’দিন সামান্য কমতে পারে দিনের ও রাতের উষ্ণতা, তবে শনিবারের পর আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এতে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। শুক্রবার (৭ মার্চ) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৮ মার্চ) থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে উষ্ণতা আরও বাড়তে পারে। বিশেষ করে আগামী পাঁচ দিনের মধ্যে উষ্ণতার পরিমাণ আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গরমের এই ধীরে ধীরে বেড়ে চলা প্রবণতা জনস্বাস্থ্যের জন্য সতর্ক সংকেত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান, সানপ্রোটেকশন ব্যবহার এবং দিনের প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসের আর্দ্রতার মাত্রা পরিবর্তিত হলে গরম আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে তাপমাত্রার পার্থক্য বেশি অনুভূত হতে পারে, যেখানে যানবাহন, কংক্রিটের স্থাপনা ও শিল্পকারখানার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে।

সামনের দিনগুলোতে গরমের প্রবণতা বাড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, চলমান আবহাওয়ার গতিপ্রকৃতি অনুসারে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা গ্রীষ্মের আগমনী বার্তা বহন করছে।

নিউজটি শেয়ার করুন

উষ্ণতার ইঙ্গিত: সামনের দিনগুলোতে বাড়তে পারে তাপমাত্রা

আপডেট সময় ০৫:১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

 

দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। যদিও আগামী দু’দিন সামান্য কমতে পারে দিনের ও রাতের উষ্ণতা, তবে শনিবারের পর আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এতে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে। শুক্রবার (৭ মার্চ) একই ধরনের আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শনিবার (৮ মার্চ) থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে উষ্ণতা আরও বাড়তে পারে। বিশেষ করে আগামী পাঁচ দিনের মধ্যে উষ্ণতার পরিমাণ আরও বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গরমের এই ধীরে ধীরে বেড়ে চলা প্রবণতা জনস্বাস্থ্যের জন্য সতর্ক সংকেত হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে হিটস্ট্রোক, পানিশূন্যতা এবং বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তাই পর্যাপ্ত পানি পান, সানপ্রোটেকশন ব্যবহার এবং দিনের প্রখর রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

এদিকে, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসের আর্দ্রতার মাত্রা পরিবর্তিত হলে গরম আরও অস্বস্তিকর হয়ে উঠতে পারে। বিশেষ করে শহরাঞ্চলে তাপমাত্রার পার্থক্য বেশি অনুভূত হতে পারে, যেখানে যানবাহন, কংক্রিটের স্থাপনা ও শিল্পকারখানার কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে।

সামনের দিনগুলোতে গরমের প্রবণতা বাড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, চলমান আবহাওয়ার গতিপ্রকৃতি অনুসারে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, যা গ্রীষ্মের আগমনী বার্তা বহন করছে।