শিরোনাম :
এনসিএল টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন রংপুর

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / 105
এনসিএল (জাতীয় ক্রিকেট লিগ) টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আশা জাগিয়ে জয়ের দেখা পাইনি ঢাকা মেট্রো।
ঢাকা মেট্রো প্রথমে ব্যাটিং করে মাত্র ৬২ রানে অলআউট হয়। ঢাকার শামসুর রহমান শুভ ১৪ রান, আবু হায়দার রনি ১৩ রান করেন। অধিনায়ক নাঈম শেখ শূন্য রানে আউট হন। রংপুরের বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু ১৩ রান দিয়ে ৩টি করে উইকেট নেন।
৬৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুর শুরুতে কিছুটা বিপাকে পড়ে। প্রথমেই ১৮ রানে ৪ উইকেট হারায়। তবে শেষ পর্যন্ত মাঠে লড়ে জয় ছিনিয়ে নেয় রংপুর।
রংপুর প্রথমবারের মতো এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতলো।