ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারের জন্য সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য ৫ শতাংশ কোটার আদেশ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয় ৫,৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেবে সরকার, স্বাস্থ্যসেবায় নেওয়া হবে নতুন উদ্যোগ: রিজওয়ানা বিশ্ব বাণিজ্য পথের নিয়ন্ত্রণে ট্রাম্পের নতুন কৌশল ইবি উপাচার্য কার্যালয়ে উত্তেজনা, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন মুখ, শপথ নিচ্ছেন অধ্যাপক সি আর আবরার ঈদে ৩ নায়কের বক্স অফিসের লড়াই: শাকিব, নিশো ও সিয়ামের শক্তিশালী প্রত্যাবর্তন অবৈধ শিক্ষক নিয়োগ: যবিপ্রবির সাবেক দুই ভিসিসহ চার শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলা বাংলাদেশের পোশাক রপ্তানিতে উল্লখযোগ্য প্রবৃদ্ধি, অগ্রসর অন্যান্য খাতও ২৬/১১ মুম্বাই হামলার অভিযুক্ত তাহাব্বুর রানা ভারতে প্রত্যর্পণের পথে, যুক্তরাষ্ট্রের সম্মতি পতেঙ্গা রিং রোডে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ১২, মামলা দায়েরঃ রাষ্ট্র মন্ত্রণালয়

ভারতে অবৈধ অনুপ্রবেশ: ত্রিপুরা ও মেঘালয়ে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক

ছবি সংগৃহীত

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগও রয়েছে।

সোমবার (৩ মার্চ) ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ত্রিপুরা সীমান্তে অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকায় বিএসএফ অভিযান চালায়। উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়ি এলাকা থেকে চারজনকে আটক করা হয়, যারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা এবং বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় বলে জানা গেছে।

এরপর নতুনবাজার এলাকায় পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়, যাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। বিএসএফের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মেঘালয়ে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার মাদক
পিটিআই-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক। গত দুই সপ্তাহে চালানো একাধিক অভিযানে তাদের আটক করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফের তৎপরতা জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সাম্প্রতিক অভিযানে মাদক উদ্ধার হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
৫১৩ বার পড়া হয়েছে

ভারতে অবৈধ অনুপ্রবেশ: ত্রিপুরা ও মেঘালয়ে ১৩ বাংলাদেশি গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

 

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ত্রিপুরা ও মেঘালয় সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ১৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগও রয়েছে।

সোমবার (৩ মার্চ) ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানায়, রোববার সন্ধ্যায় বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

ত্রিপুরা সীমান্তে অভিযান
গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ত্রিপুরার গোমতি জেলার নতুনবাজার এলাকায় বিএসএফ অভিযান চালায়। উপজাতি অধ্যুষিত ধনিয়াবাড়ি এলাকা থেকে চারজনকে আটক করা হয়, যারা অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা এবং বাকি দু’জনের বাড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় বলে জানা গেছে।

এরপর নতুনবাজার এলাকায় পৃথক অভিযানে আরও পাঁচজনকে আটক করা হয়, যাদের মধ্যে দু’জন বাংলাদেশি নাগরিক। বিএসএফের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

মেঘালয়ে ৯ বাংলাদেশি আটক, উদ্ধার মাদক
পিটিআই-এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৯ জন বাংলাদেশি নাগরিক। গত দুই সপ্তাহে চালানো একাধিক অভিযানে তাদের আটক করা হয়।

বিএসএফের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে ২ কোটি রুপিরও বেশি মূল্যের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এদের কাছে ভারতে প্রবেশের কোনো বৈধ নথিপত্র পাওয়া যায়নি।

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফের তৎপরতা জোরদার করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। সাম্প্রতিক অভিযানে মাদক উদ্ধার হওয়ায় বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের দাবি, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হবে।