ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সামরিক শক্তি প্রদর্শনে শুরু হচ্ছে বৃহৎ মহড়া তাসমান সাগরে চীনের সামরিক মহড়া, উড়োজাহাজের রুট পরিবর্তন ক্রিপ্টো দুনিয়ার সবচেয়ে বড় হ্যাক: Bybit থেকে উধাও ১.৪৬ বিলিয়ন ডলার! রংপুরে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি, সড়ক অবরোধ পেরুর শপিং সেন্টারে ফুড কোর্টের ছাদ ধসে নিহত ৩, আহত ৭৪ সুনামগঞ্জে শিরনি নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ, ৩০ জন আহত পরিবেশ রক্ষাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: পরিবেশ উপদেষ্টা সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান তেঁতুল কাঠের ঘানি ভাঙ্গা খাঁটি সরিষার তেলের পুষ্টিগুণ, উপকারিতা ও চেনার উপায় ডিপিএলে ২০২৫ মৌসুমে নাম তুললেন সাকিব, তবে কি দেশে ফেরার ইঙ্গিত?

ট্রাম্প বিভ্রান্তির ফাঁদে, রুশ প্রচারণার শিকার: জেলেনস্কি

খবরের কথা ডেস্ক

ছবি: সংগৃহীত

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে আটকা পড়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু করেছেন জেলেনস্কি নিজেই। এছাড়া, তিনি ইউক্রেনীয় জনগণের কাছে অজনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা মাত্র ৪ শতাংশ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প আরও বলেছেন, তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে, তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো এতে বাধা দিচ্ছে।

জেলেনস্কি ট্রাম্পের এ ধরনের দাবিকে ‘ভুল তথ্য’ উল্লেখ করে বলেছেন, এসব তথ্য মস্কো থেকেই ছড়ানো হচ্ছে। ইউক্রেনীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ৪ শতাংশ জনপ্রিয়তার কথা শুনছি, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটি যে রাশিয়া থেকে আসা প্রোপাগান্ডা, তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। দুর্ভাগ্যজনকভাবে, ট্রাম্প এই ভুল তথ্যের বুদবুদে আটকা পড়েছেন।”

বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পশ্চিমা মিত্রদের উদ্বিগ্ন করতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন পশ্চিমা সমর্থন পাচ্ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান সহযোগী। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের এই সমর্থন অব্যাহত থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলেনস্কির মতে, ইউক্রেনের জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ, আর ট্রাম্পের দেওয়া বিভ্রান্তিমূলক তথ্য বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
৫০৯ বার পড়া হয়েছে

ট্রাম্প বিভ্রান্তির ফাঁদে, রুশ প্রচারণার শিকার: জেলেনস্কি

আপডেট সময় ১০:১৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের ফাঁদে আটকা পড়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু করেছেন জেলেনস্কি নিজেই। এছাড়া, তিনি ইউক্রেনীয় জনগণের কাছে অজনপ্রিয় এবং তার গ্রহণযোগ্যতা মাত্র ৪ শতাংশ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প আরও বলেছেন, তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসানে তিনি রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনার পক্ষে, তবে ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলো এতে বাধা দিচ্ছে।

জেলেনস্কি ট্রাম্পের এ ধরনের দাবিকে ‘ভুল তথ্য’ উল্লেখ করে বলেছেন, এসব তথ্য মস্কো থেকেই ছড়ানো হচ্ছে। ইউক্রেনীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ৪ শতাংশ জনপ্রিয়তার কথা শুনছি, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। এটি যে রাশিয়া থেকে আসা প্রোপাগান্ডা, তা আমরা স্পষ্ট বুঝতে পারছি। দুর্ভাগ্যজনকভাবে, ট্রাম্প এই ভুল তথ্যের বুদবুদে আটকা পড়েছেন।”

বিশ্লেষকদের মতে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের এই মন্তব্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পশ্চিমা মিত্রদের উদ্বিগ্ন করতে পারে।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন পশ্চিমা সমর্থন পাচ্ছে, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম প্রধান সহযোগী। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের এই সমর্থন অব্যাহত থাকবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলেনস্কির মতে, ইউক্রেনের জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ, আর ট্রাম্পের দেওয়া বিভ্রান্তিমূলক তথ্য বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না।