শিরোনাম :
কাঠ পুড়িয়ে কয়লা বানানো ৩০ চুল্লি ধ্বংস

খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৯:৩৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৫২২ বার পড়া হয়েছে
খুলনার রূপসায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।
রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয় ও রূপসা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে ইলাইপুর, মবিনবাগ এবং চরশ্রীরামপুর এলাকার ৩০টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় বিপুল পরিমাণ কাঠ ও কয়লা জব্দ করা হয়, যা পরে স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।