ইরাকের শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৬১, নিখোঁজ ও আহত বহু

- আপডেট সময় ০৪:৩৩:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / 5
ইরাকের আল কুত শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন অন্তত ৬১ জন। গুরুতর দগ্ধ ও আহত হয়েছেন আরও অনেকে। এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) স্থানীয় সময় রাতে এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ওয়াসিত প্রদেশের ওই বিপণিবিতানে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১৪টি পোড়া মরদেহ উদ্ধার করেছেন। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত ভবন থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জনকে।
এর আগে এক স্বাস্থ্য কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ৫৯ জন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে একটি মরদেহ এতটাই পুড়ে গেছে যে তা শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের একটি পাঁচতলা ভবনে দাউদাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনীর সদস্যরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।
ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মায়াহি বলেন, আগুনটি প্রথমে একটি হাইপারমার্কেট থেকে শুরু হয়ে পাশে থাকা একটি রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। তখন সেখানে অনেক পরিবার কেনাকাটা এবং রাতের খাবার খাচ্ছিলেন। ঘটনার আকস্মিকতায় বহু মানুষ ভবনের ভেতর আটকা পড়ে যান।
তিনি আরও জানান, দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহু মানুষকে উদ্ধার করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।