০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
শিরোনাম :
নিজামী-মীর কাসেম-সালাউদ্দিন কাদেরকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে: মির্জা ফখরুল ২০২৩ সাল থেকে ইসরায়েলের যুদ্ধের খরচ দাঁড়িয়েছে প্রায় ৫৯ থেকে ৬৭ বিলিয়ন ডলার। মার্কিন সেনা ও সিআইএ এজেন্টদের বহিষ্কারের চিন্তা কলম্বিয়া প্রেসিডেন্ট পেত্রোর পেন্টাগনের বড় চুক্তি পেল ট্রাম্পের ছেলের ড্রোন কোম্পানি কেন ট্রাম্প-পুতিনের বুদাপেস্ট বৈঠক বাতিল হলো? হুমকিতে বিশ্বব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার হুঁশিয়ারি: “আমাদের হাতে ৫ হাজার রুশ ক্ষেপণাস্ত্র” সিইসির সঙ্গে বিএনপির বৈঠক বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যাত্রা নিষেধ আতলেতিকোর জালে ১৪ মিনিটে ৪ গোল, দাপুটে জয়ে আর্সেনাল

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নাহিদ ইসলাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 43

ছবি: সংগৃহীত

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে ‘মুজিববাদী’ ও ‘ফ্যাসিস্ট’ হামলার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গি কায়দায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মুজিববাদীরা। তারা অস্ত্র হাতে শুধু আমাদের ওপর নয়, পুলিশের ওপরও হামলা চালিয়েছে।”

তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে সরকারের প্রতি আলটিমেটাম দেন এবং জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। একইসঙ্গে, আজ বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে। সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ঢাকার শাহবাগে এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপালগঞ্জে একটি প্রক্সি স্টেট গড়ে তোলা হয়েছে। এই খেলা আমরা হতে দেব না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জ সফরের আগে প্রশাসনকে অবহিত করেই গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদীদের ছায়া স্পষ্ট।” তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এনসিপি জানায়, বুধবার গোপালগঞ্জে কর্মসূচিতে হামলার পর কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছান এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করেন। আজ বৃহস্পতিবার ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বঘোষিত কর্মসূচি চালু থাকবে, তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’ নামে দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি। ঢাকার উত্তরা, মিরপুর, শাহবাগ ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শত শত মানুষ সড়কে নামেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের রাস্তায় পুরোপুরি না বসে এক পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিলেন নাহিদ ইসলাম

আপডেট সময় ১১:২৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

 

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশে ‘মুজিববাদী’ ও ‘ফ্যাসিস্ট’ হামলার অভিযোগ তুলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জঙ্গি কায়দায় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে মুজিববাদীরা। তারা অস্ত্র হাতে শুধু আমাদের ওপর নয়, পুলিশের ওপরও হামলা চালিয়েছে।”

তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে সরকারের প্রতি আলটিমেটাম দেন এবং জানান, নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই পদযাত্রা অব্যাহত থাকবে। একইসঙ্গে, আজ বৃহস্পতিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচিরও ঘোষণা দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে। সংগঠনটির সভাপতি রশিদুল ইসলাম রিফাত ঢাকার শাহবাগে এক সংবাদ সম্মেলনে বলেন, “গোপালগঞ্জে একটি প্রক্সি স্টেট গড়ে তোলা হয়েছে। এই খেলা আমরা হতে দেব না।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জ সফরের আগে প্রশাসনকে অবহিত করেই গিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদীদের ছায়া স্পষ্ট।” তবে সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর সহায়তার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

এনসিপি জানায়, বুধবার গোপালগঞ্জে কর্মসূচিতে হামলার পর কেন্দ্রীয় নেতারা খুলনায় পৌঁছান এবং পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করেন। আজ বৃহস্পতিবার ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পূর্বঘোষিত কর্মসূচি চালু থাকবে, তবে মাদারীপুর ও শরীয়তপুরের কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়েছে।

এদিকে হামলার প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’ নামে দেশব্যাপী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুবশক্তি। ঢাকার উত্তরা, মিরপুর, শাহবাগ ও নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় শত শত মানুষ সড়কে নামেন। এতে যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়।

তবে জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিক্ষোভকারীদের রাস্তায় পুরোপুরি না বসে এক পাশে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এনসিপি ও সংশ্লিষ্ট সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ‘লং মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হবে।