ঢাকা ০৯:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন বিএনপিকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল প্রধান বিচারপতির বাসভবনের আশপাশে সভা-সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা বড় শয়তান এখনো আমাদের কাঁধে শ্বাস ফেলছে: তথ্য উপদেষ্টা কসবায় সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার মাগুরা-ঝিনাইদহ সড়কে বাস-ভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ১০ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, একদিনে হাসপাতালে ৪২০ জন মানিকগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড মাদারগঞ্জে কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, চাচা লড়ছেন মৃত্যুর সঙ্গে ‘নৌকা’ বাদ দিয়ে শাপলা প্রতীক তালিকাভুক্ত করার দাবি এনসিপির

আজারবাইজানের বাকুতে বিরল বৈঠকে মুখোমুখি সিরিয়া ও ইসরায়েল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 3

ছবি সংগৃহীত

 

 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফরে রয়েছেন। এ সফরের ফাঁকে আজারবাইজানের রাজধানী বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের কূটনৈতিক একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে জানায়, “প্রেসিডেন্ট শারার সফরের সময়, এক সিরীয় কর্মকর্তা ও এক ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে।” তবে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, সিরিয়া-ইসরায়েল বিরোধের দীর্ঘ ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে সিরিয়ার সদ্য পালাবদলের পর এই বৈঠককে অনেকেই সম্ভাব্য কূটনৈতিক শিফট হিসেবে দেখছেন।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মূল বিষয় হতে পারে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল একাধিকবার সিরিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এসব হামলার মাত্রা আরও বৃদ্ধি পায়। শুধু বিমান হামলাই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নেয় এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি স্থাপন করে। একইসঙ্গে কুনাইত্রা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর প্রবেশও লক্ষ্য করা যাচ্ছে।

এই অবস্থায় সিরিয়া-ইসরায়েল কর্মকর্তাদের গোপন বৈঠক অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন, এটি হয়তো দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সূচনা হতে পারে।

সূত্র: আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

আজারবাইজানের বাকুতে বিরল বৈঠকে মুখোমুখি সিরিয়া ও ইসরায়েল

আপডেট সময় ১২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

 

 

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বর্তমানে আজারবাইজান সফরে রয়েছেন। এ সফরের ফাঁকে আজারবাইজানের রাজধানী বাকুতে সিরীয় ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে এক বিরল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দামেস্কের কূটনৈতিক একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সূত্রটি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করে জানায়, “প্রেসিডেন্ট শারার সফরের সময়, এক সিরীয় কর্মকর্তা ও এক ইসরায়েলি কর্মকর্তার মধ্যে একটি গোপন বৈঠকের আয়োজন করা হয়েছে।” তবে এই বৈঠকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার অংশগ্রহণের সম্ভাবনা নেই বলেও উল্লেখ করা হয়।

বিশ্লেষকদের মতে, সিরিয়া-ইসরায়েল বিরোধের দীর্ঘ ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে। বিশেষ করে সিরিয়ার সদ্য পালাবদলের পর এই বৈঠককে অনেকেই সম্ভাব্য কূটনৈতিক শিফট হিসেবে দেখছেন।

গত ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সিরিয়ায় ইসরায়েলের সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনার মূল বিষয় হতে পারে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা।

২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল একাধিকবার সিরিয়ার ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে। তবে ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর এসব হামলার মাত্রা আরও বৃদ্ধি পায়। শুধু বিমান হামলাই নয়, ইসরায়েলি দখলদার বাহিনী মাউন্ট হারমনের নিয়ন্ত্রণ নেয় এবং দক্ষিণ সিরিয়ায় অন্তত ১০টি সামরিক ফাঁড়ি স্থাপন করে। একইসঙ্গে কুনাইত্রা ও আশপাশের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর প্রবেশও লক্ষ্য করা যাচ্ছে।

এই অবস্থায় সিরিয়া-ইসরায়েল কর্মকর্তাদের গোপন বৈঠক অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে অনেকেই মনে করছেন, এটি হয়তো দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের সূচনা হতে পারে।

সূত্র: আরব নিউজ