ঢাকা ০৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নির্বাচন করলে তফসিলের আগেই উপদেষ্টার পদ ছেড়ে দেব: আসিফ মাহমুদ রাজনীতি থেকে মাইনাস হবে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে: সালাহউদ্দিন ইউক্রেন যুদ্ধ সমাধানে ফিলিস্তিনের পশ্চিম তীর মডেলের প্রস্তাব ডিএমপি আবারো রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে যান চলাচল বন্ধ, যমুনা সেতুতে শিক্ষার্থীদের ব্লকেড ঢাকা-খুলনা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কারখানায় রাশিয়ার হামলা নির্বাচন ফেব্রুয়ারি মাস যেন ক্রস না করে : শামসুজ্জামান দুদু ভোলাগঞ্জে সাদা পাথর লুট: দায়ীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট, শুনানি ১৭ আগস্ট ত্রিদেশীয় জয় শেষে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 75

ছবি: সংগৃহীত

 

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস ভাড়া করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।

তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। মহাসমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে সেই বার্তাই প্রতিফলিত হবে।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দলটির নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে দলীয় সূত্র। তারা আশা করছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই মহাসমাবেশ সফল করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস ভাড়া করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।

তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। মহাসমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে সেই বার্তাই প্রতিফলিত হবে।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দলটির নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে দলীয় সূত্র। তারা আশা করছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই মহাসমাবেশ সফল করা সম্ভব হবে।