ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির ৯ কোটি টাকার এলএসডি ও ফেনসিডিল উদ্ধার গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই বছরের শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬২ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেফতার ১,৫৪০ জন ইউক্রেনে সামরিক সহায়তা বাড়াচ্ছে ইউরোপ, পুতিনের যুক্তভুক্তির উচ্চাকাঙ্ক্ষা বহাল এনবিআরের পূর্ণ শাটডাউনে অচল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম রিজার্ভে স্বস্তি: বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ডলারের মানহানি মামলা ক্যালিফোর্নিয়ার গভর্নরের বাফুফে ট্রায়ালে প্রবাসী ঝড়: হামজা-শমিতের পর এবার আসলেন আরো ৪৩ ফুটবলার সর্দি কাশি দূর করার ১১টি ঘরোয়া উপায়

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 20

ছবি: সংগৃহীত

 

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস ভাড়া করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।

তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। মহাসমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে সেই বার্তাই প্রতিফলিত হবে।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দলটির নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে দলীয় সূত্র। তারা আশা করছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই মহাসমাবেশ সফল করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ

আপডেট সময় ১১:১৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

সংস্কার, বিচার ও পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশের কার্যক্রম শুরু হবে সকাল ১০টা থেকে। এতে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হবে। সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

মহাসমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুক্রবার মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম সমাবেশস্থল পরিদর্শন করেন। তিনি জানান, সারাদেশ থেকে কয়েক হাজার বাস ভাড়া করা হয়েছে এবং লঞ্চ ও ট্রেনযোগে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, এই মহাসমাবেশের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন বার্তা যাবে।

তিনি বলেন, “জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে আমরা সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছি। মহাসমাবেশে অংশ নেওয়া লাখো মানুষের কণ্ঠে সেই বার্তাই প্রতিফলিত হবে।”

মহাসমাবেশে ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় এমন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানে যোগ দেবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

দলটির নেতারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পিআর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। এছাড়াও দেশের বিচারব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানিয়েছে দলীয় সূত্র। তারা আশা করছে, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই মহাসমাবেশ সফল করা সম্ভব হবে।