০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
শিরোনাম :
সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হবে ২০২৬ সালের শুরুতে ইরানে গুরুত্বপূর্ণ রেলপথ নির্মাণ শুরু করবে রাশিয়া ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় নিহত কমপক্ষে সাতজন আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই: জামায়াত আমির নতুন মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ান তেল আমদানি কমাচ্ছে চীনা রিফাইনারিগুলো গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ শীত আসছে, চলতি মাসেই বইতে পারে একাধিক শৈত্যপ্রবাহ চট্টগ্রামে মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, পদ হারালেন বিএনপির ৪ নেতা গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার

রূপপুর পারমাণবিক প্রকল্পে সফলভাবে প্রথম ইউনিটের কনটেইনমেন্ট পরীক্ষার সমাপ্তি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 65

ছবি সংগৃহীত

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর প্রক্রিয়া এগিয়ে চলেছে ধারাবাহিকভাবে। এরই অংশ হিসেবে প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্ট বা সুরক্ষা ব্যূহের অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষাটি তাদের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করেছে।

বুধবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানায়, পরীক্ষাকালে কনটেইনমেন্টের অভ্যন্তরে চাপ বাড়িয়ে দেখা হয় এর কাঠামো কতটা চাপ সহনশীল। এই উদ্দেশ্যে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেশার। মূলত এই পরীক্ষার লক্ষ্য ছিল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে যদি কনটেইনমেন্টের ভেতরে তীব্র চাপ সৃষ্টি হয়, তা হলে সেটি কী পরিমাণে সহ্য করতে পারবে তা নির্ণয় করা।

বিজ্ঞাপন

পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো কল্পিত দুর্ঘটনার সময় কনটেইনমেন্টই হয়ে দাঁড়ায় শেষ স্তরের নিরাপত্তা প্রাচীর। এই কাঠামো নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট, যার অভ্যন্তরে রয়েছে শক্তিশালী ইস্পাতের আবরণ। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তেজস্ক্রিয় পদার্থ রিয়্যাক্টরের বাইরে ছড়িয়ে পড়তে না পারে এবং যেকোনো বিপর্যয় থেকে অভ্যন্তরীণ কাঠামো সুরক্ষিত থাকে।

রোসাটম আরও জানায়, কনটেইনমেন্ট পরীক্ষার সময় কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ উৎপন্ন হতে পারে, যা পূর্বপরিকল্পিত এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। সংস্থাটি সবসময় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় দুটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রকল্পটির বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল বিভাগ।

পরবর্তী ধাপে ইউনিটটিতে ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে রয়েছে কুল্যান্ট সার্কিট নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা, বাষ্প উৎপাদন, এবং সক্রিয় অবস্থায় নিরাপত্তা ডিভাইসের কার্যকারিতা যাচাই। এসব পরীক্ষার মাধ্যমে প্রকল্পের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে প্রথম ইউনিটের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

রূপপুর পারমাণবিক প্রকল্পে সফলভাবে প্রথম ইউনিটের কনটেইনমেন্ট পরীক্ষার সমাপ্তি

আপডেট সময় ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

 

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের বৃহত্তম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট চালুর প্রক্রিয়া এগিয়ে চলেছে ধারাবাহিকভাবে। এরই অংশ হিসেবে প্রথম ইউনিটের রিয়্যাক্টর কম্পার্টমেন্টের কনটেইনমেন্ট বা সুরক্ষা ব্যূহের অভেদ্যতা ও দৃঢ়তার পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রোসাটম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষাটি তাদের নকশা অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা মান নিশ্চিত করেছে।

বুধবার (২৫ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোসাটম জানায়, পরীক্ষাকালে কনটেইনমেন্টের অভ্যন্তরে চাপ বাড়িয়ে দেখা হয় এর কাঠামো কতটা চাপ সহনশীল। এই উদ্দেশ্যে ব্যবহৃত হয় উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্প্রেশার। মূলত এই পরীক্ষার লক্ষ্য ছিল কোনো অস্বাভাবিক পরিস্থিতিতে যদি কনটেইনমেন্টের ভেতরে তীব্র চাপ সৃষ্টি হয়, তা হলে সেটি কী পরিমাণে সহ্য করতে পারবে তা নির্ণয় করা।

বিজ্ঞাপন

পরমাণু জ্বালানি লোডিংয়ের আগে এই পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো কল্পিত দুর্ঘটনার সময় কনটেইনমেন্টই হয়ে দাঁড়ায় শেষ স্তরের নিরাপত্তা প্রাচীর। এই কাঠামো নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রিস্ট্রেসড রিইনফোর্সড কংক্রিট, যার অভ্যন্তরে রয়েছে শক্তিশালী ইস্পাতের আবরণ। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তেজস্ক্রিয় পদার্থ রিয়্যাক্টরের বাইরে ছড়িয়ে পড়তে না পারে এবং যেকোনো বিপর্যয় থেকে অভ্যন্তরীণ কাঠামো সুরক্ষিত থাকে।

রোসাটম আরও জানায়, কনটেইনমেন্ট পরীক্ষার সময় কিছু অনাকাঙ্ক্ষিত শব্দ উৎপন্ন হতে পারে, যা পূর্বপরিকল্পিত এবং এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পূর্ণ নিরাপদ। সংস্থাটি সবসময় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় দুটি ৩+ প্রজন্মের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে, যার প্রতিটির উৎপাদনক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রকল্পটির বাস্তবায়নে প্রধান দায়িত্বে রয়েছে রসাটমের প্রকৌশল বিভাগ।

পরবর্তী ধাপে ইউনিটটিতে ‘হট মিডিয়া টেস্ট’ চালানো হবে। এর মধ্যে রয়েছে কুল্যান্ট সার্কিট নির্ধারিত তাপমাত্রায় উত্তপ্ত করা, বাষ্প উৎপাদন, এবং সক্রিয় অবস্থায় নিরাপত্তা ডিভাইসের কার্যকারিতা যাচাই। এসব পরীক্ষার মাধ্যমে প্রকল্পের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করে প্রথম ইউনিটের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে বলে আশা করা যাচ্ছে।