দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা
- আপডেট সময় ১১:১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
- / 213
দেশের ১৬টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল বেলায় আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট নদীবন্দর কর্তৃপক্ষকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, যাতে নদীপথে চলাচলকারী যানবাহন ও যাত্রীরা সতর্ক থাকতে পারেন।
অন্যদিকে, আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের প্রায় সব বিভাগেই আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রপাত এবং বৃষ্টির প্রবণতা থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে ভারি বর্ষণও। ফলে জনসাধারণকে যথাসম্ভব সাবধানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
চলমান এই আবহাওয়া পরিস্থিতিতে মাঠে কাজ করা কৃষক, খোলা স্থানে চলাফেরা করা মানুষ এবং নৌপথে যাতায়াতকারীদের জন্য সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা এবং বজ্রপাতের সময় উঁচু গাছ বা খোলা মাঠ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
সর্বোপরি, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি ও সচেতনতা জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক — মনে করিয়ে দিচ্ছে আবহাওয়া বিভাগ।
















