টিকিট জোগাড়ে প্রস্তুতি: ২ জুনের ট্রেন টিকিট আজ বিক্রি শুরু

- আপডেট সময় ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
- / 6
বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপনের সম্ভাব্য দিন ধরে ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদযাত্রার অংশ হিসেবে আজ শুরু হচ্ছে তৃতীয় দিনের (২ জুন) ট্রেন টিকিট বিক্রি। যাত্রীসেবার মান বাড়াতে এবারের সব টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।
শুক্রবার, ২৩ মে সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। আর দুপুর ২টা থেকে পাওয়া যাবে পূর্বাঞ্চলগামী ট্রেনগুলোর টিকিট।
এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের জন্য মোট আসন সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৩৩ হাজার ৩১৫টি। রেলওয়ের ঈদ-সংক্রান্ত বিশেষ কর্মপরিকল্পনায় এ তথ্য জানানো হয়েছে।
এই পরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে সাত দিনের জন্য ট্রেনের টিকিট অগ্রিম বিক্রির ব্যবস্থা করা হয়েছে। বিক্রির তারিখ অনুযায়ী:
৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে
১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে
২ জুনের টিকিট বিক্রি হচ্ছে ২৩ মে (আজ)
৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে
৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে
৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে
৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে
উল্লেখযোগ্যভাবে, অগ্রিম কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না এবং প্রতি যাত্রী সর্বোচ্চ চারটি আসনের টিকিট সংগ্রহ করতে পারবেন।