ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আটারি সীমান্তে ভারত–পাকিস্তানের মধ্যে একজন করে সেনা বন্দিবিনিময় দুই পক্ষের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা প্রবাসী ইস্যুতে মালয়েশিয়ায় কূটনৈতিক তৎপরতায় আইন উপদেষ্টা ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি প্রদান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জবি শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে আহত শতাধিক শিক্ষার্থী ক্ষমতার সময় ফুরিয়ে এসেছে: হুঁশিয়ারি শাজাহান খান চাঁপাইনবাবগঞ্জে ৮ দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন মানিকগঞ্জে অসময়ের যমুনার ভাঙন: হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি শীর্ষ আদালতে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরতের রায় ১ জুন ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত আরও ৫৬ জন

গ্রিসের ক্রিট উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প, মিসরেও অনুভূত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 7

ছবি সংগৃহীত

 

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বুধবার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩। পাশ্ববর্তী দেশ মিসরেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ক্রিট উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৫২ মাইল বা ৮৩ কিলোমিটার গভীরে।

গ্রিসের ন্যাশনাল অবজারভেটরি অব অ্যাথেন্স ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পটি মিসরেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাসট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স। ইনস্টিটিউটটির পক্ষ থেকে জানানো হয়, তারা মিসরের উত্তর উপকূল থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৪।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের গভীরতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় ভূমিতে এর প্রভাব কিছুটা কম ছিল, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়ানো গেছে। তবে ভূমিকম্প-পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, কারণ এই এলাকা দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে ভূমিকম্প এখানে একটি সাধারণ ভূ-প্রাকৃতিক ঘটনা হলেও, মাঝে মাঝে তা ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স

নিউজটি শেয়ার করুন

গ্রিসের ক্রিট উপকূলে ৬.৩ মাত্রার ভূমিকম্প, মিসরেও অনুভূত

আপডেট সময় ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

 

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বুধবার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩। পাশ্ববর্তী দেশ মিসরেও কম্পনটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজি) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ক্রিট উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটি আরও জানায়, ভূমিকম্পটির উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে ৫২ মাইল বা ৮৩ কিলোমিটার গভীরে।

গ্রিসের ন্যাশনাল অবজারভেটরি অব অ্যাথেন্স ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ধরনের প্রাণহানি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, ভূমিকম্পটি মিসরেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাসট্রোনমি অ্যান্ড জিওফিজিক্স। ইনস্টিটিউটটির পক্ষ থেকে জানানো হয়, তারা মিসরের উত্তর উপকূল থেকে প্রায় ৪৩১ কিলোমিটার দূরে ভূমিকম্পটির মাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৪।

প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পের গভীরতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় ভূমিতে এর প্রভাব কিছুটা কম ছিল, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা এড়ানো গেছে। তবে ভূমিকম্প-পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের।

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, কারণ এই এলাকা দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। ফলে ভূমিকম্প এখানে একটি সাধারণ ভূ-প্রাকৃতিক ঘটনা হলেও, মাঝে মাঝে তা ভয়াবহ বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।

সূত্র: রয়টার্স