ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ব্রাজিলিয়ানের জোড়া গোলে ফ্লুমিনেন্সিকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি পুতিনের ওপর অসন্তোষ, রাশিয়ার বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্পের তরুণদের হাত ধরেই বদলে যাবে বাংলাদেশ: মির্জা ফখরুল শ্রীলঙ্কায় সিরিজ হাতছাড়া, ইতিহাস গড়ার স্বপ্ন ভাঙলো টাইগারদের বাণিজ্য টানাপোড়েনে স্থবির বেনাপোল বন্দর, কমেছে আমদানি-রফতানি শিল্পে সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ বাংলাদেশের উপর ট্রাম্পের শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের বৈঠক আজ ফ্রান্সের মার্সেইয়ে ভয়াবহ দাবানল, আহত অন্তত ১১০ ফেনীতে বন্যা মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, খুলেছে ১৩১টি আশ্রয়কেন্দ্র ক্ষমতায় থাকার সেই ধরনের কোনো ইচ্ছা আমার নেই: নৌপরিবহন উপদেষ্টা

আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করল ডিবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 25

ছবি সংগৃহীত

 

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো.শহীদ মাহমুদ হেমী (৪২)।

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান ডিবির বরাত দিয়ে বলেন, রোববার (৪ মে) রাত ৯টায় রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে মো. সফুর উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে বনশ্রী এলাকা থেকে মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১টায় নাসির হোসেনকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

 

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগের চার সদস্যকে গ্রেপ্তার করল ডিবি

আপডেট সময় ০৪:০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

 

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ঢাকা মহানগর উত্তর ৫৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মো. সফুর উদ্দিন (৫০), আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. তাজ উদ্দিন আহমেদ (৫২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নাসির হোসেন (৬৯) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও কদমতলী থানা আওয়ামী লীগের সদস্য মো.শহীদ মাহমুদ হেমী (৪২)।

সোমবার (৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান ডিবির বরাত দিয়ে বলেন, রোববার (৪ মে) রাত ৯টায় রাজধানীর তুরাগ থানাধীন খালপাড় এলাকা থেকে মো. সফুর উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে বনশ্রী এলাকা থেকে মো. তাজ উদ্দিন আহমেদকে গ্রেপ্তার করে। একই দিনে ডিবি-সাইবার বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১১টায় নাসির হোসেনকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টায় কারওয়ান বাজার এলাকা থেকে মো. শহীদ মাহমুদ হেমীকে গ্রেপ্তার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইন-শৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।