লস অ্যাঞ্জেলেসে জমকালো আয়োজনে ১৮তম বাংলাদেশ ডে প্যারেড উজ্জাপন

- আপডেট সময় ১২:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 65
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ১৮তম ‘বাংলাদেশ ডে প্যারেড’। প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেস’ (বাফলা)-এর আয়োজনে দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানমালা প্রাণবন্ত করে তোলে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিকে।
গত শনিবার প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জর্জিয়া স্টেট সিনেটের ডেমোক্রেটিক পার্টির নির্বাচিত সিনেটর শেখ রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “মার্কিন রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। আপনাদের কণ্ঠস্বর শক্তিশালী করতে হলে রাজনৈতিকভাবে আরও সচেতন ও সক্রিয় হতে হবে।”
এই দুই দিনব্যাপী আয়োজনে উপস্থাপনায় ছিলেন আনিসুর রহমান মিলন, আঞ্জুমান আরা শিউলী, রোশনি আলম ও নজরুল আলম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাফলার সভাপতি রোশনি আলম এবং সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা শিউলী।
অনুষ্ঠানজুড়ে ছিল নানা আকর্ষণ। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আয়োজিত প্যারেডে প্রবাসী বাংলাদেশিরা লাল-সবুজের পতাকা হাতে নেমে আসেন সড়কে। ছিল শিশুদের কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি।
এই আয়োজন শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ জাগিয়ে তোলে। কমিউনিটির বৃহৎ অংশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রবাস জীবনের এক অনন্য মিলনমেলা।
বাফলার এই ধারাবাহিক আয়োজন লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিদের মাঝে জাতীয় ঐক্য ও পরিচয়ের বার্তা পৌঁছে দেয়। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী বছর এই আয়োজনকে আরও বিস্তৃত ও জাঁকজমকপূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
এই আয়োজন ছিল প্রবাসী জীবনে বাংলাদেশের গন্ধ মেখে আসা এক আনন্দঘন উৎসব।