স্পেন-পর্তুগালে বিরল আবহাওয়ার ধাক্কায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়

- আপডেট সময় ০৫:৪২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৩ বার পড়া হয়েছে
২৮ এপ্রিল ২০২৫, সোমবার স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে হঠাৎ করে ঘটে যাওয়া এক ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ইউরোপের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় দুর্যোগে রূপ নিয়েছে।
দুপুরের দিকে শুরু হওয়া এই বিভ্রাটে মাদ্রিদ ও লিসবনের মেট্রো, ট্রেন চলাচল, বিমানবন্দর কার্যক্রম, হাসপাতাল পরিষেবা, মোবাইল নেটওয়ার্ক, এটিএম এবং ট্রাফিক সিগন্যালসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রায় অচল হয়ে পড়ে। অনেক এলাকায় জরুরি সেবাও বিঘ্নিত হয়, যার ফলে জনজীবনে চরম ভোগান্তি নেমে আসে।
পর্তুগালের জাতীয় বিদ্যুৎ সংস্থা REN জানায়, স্পেনের অভ্যন্তরে তীব্র তাপমাত্রার ওঠানামার কারণে উচ্চ ভোল্টেজ বিদ্যুৎ লাইনে এক ধরনের “অস্বাভাবিক দোলন” (induced atmospheric vibration) সৃষ্টি হয়। এই বিরল প্রাকৃতিক ঘটনার ফলে ইউরোপীয় বিদ্যুৎ গ্রিডের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং ধাপে ধাপে পুরো অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিভ্রাট ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, হঠাৎ করেই আবহাওয়ার এমন চরম আচরণ, বিশেষ করে দ্রুত তাপমাত্রা পরিবর্তন, বৈদ্যুতিক অবকাঠামোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করে। এতে বিদ্যুৎ প্রবাহে ব্যাঘাত ঘটায় এবং গ্রিডের স্থিতিশীলতা ভেঙে পড়ে। বিদ্যুৎ পুনঃস্থাপনে প্রযুক্তিবিদরা রাতভর কাজ করেছেন এবং ধীরে ধীরে সেবা পুনরায় চালু করার চেষ্টা চলছে।
ইতিমধ্যে স্পেন ও পর্তুগালের সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক করেছে এবং বিদ্যুৎ সংস্থাগুলোকে দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে এ ধরনের আবহাওয়াজনিত ঝুঁকি মোকাবেলায় ইউরোপীয় গ্রিড সিস্টেমকে আরও বেশি সহনশীল ও স্মার্ট প্রযুক্তিনির্ভর করে তুলতে হবে। অন্যথায়, জলবায়ু পরিবর্তনের এধরনের অপ্রত্যাশিত প্রতিক্রিয়া বারবার বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি তৈরি করবে।