০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
আপনারা যদি পাশে থাকেন, মার্কা যা-ই হোক, নির্বাচন করব: রুমিন ভারতের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বড় চমক, বাদ শুভমান গিল মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার আর নেই ওসমান হাদির মৃত্যুতে আজ ‘জুলাই যোদ্ধা’ শনাক্তে গোয়েন্দা তদন্ত শুরু কুয়াকাটার হোটেলে ঝুলন্ত মরদেহ, স্বামী পরিচয়ে থাকা যুবকের খোঁজ নেই যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বৃদ্ধি: যোগ হচ্ছে ফিলিস্তিনসহ আরও ছয় দেশ ‘২৫ তারিখ ইনশা আল্লাহ দেশে ফিরছি’: তারেক রহমান হাদিকে গুলি: প্রধান আসামি ফয়সালের বাবা–মা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার সেই মুসলিমকে ‘জাতীয় হিরো’ আখ্যা দিয়ে যা বললেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের যুগান্তকারী সমঝোতা চুক্তি সই

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • / 109

ছবি সংগৃহীত

 

রেলওয়ের অধীনে পরিচালিত ১০টি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে যৌথভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে রেলওয়ের হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আসবে। দুই মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “রেলওয়ে হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে আসা যাত্রী ও রেলওয়ে কর্মচারীদের মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”

এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “রেলওয়ে হাসপাতালসহ দেশের অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কাটিয়ে উঠতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের এই সমন্বিত পদক্ষেপে রেলওয়ে হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে। পাশাপাশি হাসপাতাল পরিচালনায় দীর্ঘদিনের নানা সংকট ও দুর্বলতাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ে হাসপাতালগুলো দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের যুগান্তকারী সমঝোতা চুক্তি সই

আপডেট সময় ০১:৩৯:১০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

 

রেলওয়ের অধীনে পরিচালিত ১০টি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে যৌথভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। কর্মকর্তারা জানান, এই উদ্যোগের মাধ্যমে রেলওয়ের হাসপাতালগুলোর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আসবে। দুই মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে একটি কেন্দ্রীয় ব্যবস্থাপনা কমিটি গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, “রেলওয়ে হাসপাতালগুলোর আধুনিকায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে আসা যাত্রী ও রেলওয়ে কর্মচারীদের মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।”

এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী করতে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, “রেলওয়ে হাসপাতালসহ দেশের অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কাটিয়ে উঠতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাস্থ্য ও রেলপথ মন্ত্রণালয়ের এই সমন্বিত পদক্ষেপে রেলওয়ে হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য ও মানসম্মত হবে। পাশাপাশি হাসপাতাল পরিচালনায় দীর্ঘদিনের নানা সংকট ও দুর্বলতাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সরকারি এ উদ্যোগ বাস্তবায়িত হলে রেলওয়ে হাসপাতালগুলো দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।