ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
২১ আগস্ট মামলায় খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শুরু শ্রীমঙ্গলে করলা চাষে বিপ্লব, বদলে যাচ্ছে গ্রামীণ জীবন গণতন্ত্রের পথে ঐকমত্য প্রয়োজন, মতপার্থক্য নয়: আলী রীয়াজ মেয়র পদে ইশরাক হোসেনকে বসানো নিয়ে উত্তপ্ত গুলিস্তান, চলছেই লাগাতার অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের হামলার নিন্দা সারজিস আলমের, ‘ধিক্কার জানাই এমন আচরণে’ সিন্ধু চুক্তি ভাঙার চিন্তা করবেন না, নয়াদিল্লিকে হুঁশিয়ারি পাক প্রধানমন্ত্রীর বাল্যবিবাহ বিরোধী পোস্টের জেরে প্রাণ গেল তরুণের: গ্রেফতার ৬ জন বাজেটে মৎস্য-প্রাণিসম্পদে বাড়তি ভর্তুকি ও ঋণ সুবিধা চান খাতসংশ্লিষ্টরা কুড়িগ্রাম সীমান্তে বজ্রপাতে ১ বিজিবি সদস্য নিহত, আহত আরো ৪ কোটচাঁদপুরে ট্রেনে অভিযান, ৩ কোটির হেরোইন উদ্ধার

ফিক্সিং প্রমাণিত হলে কঠোর শাস্তি : হুঁশিয়ারি বিসিবি সভাপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 11

ছবি সংগৃহীত

 

বাংলাদেশ ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। বিপিএলের সর্বশেষ আসরের কিছু ম্যাচ নিয়ে সন্দেহ জাগার পর এবার ঘরোয়া লিগেও একই অভিযোগে তোলপাড়। বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার একটি ম্যাচে সন্দেহজনক আচরণের খবর ছড়িয়ে পড়তেই বিসিবি তদন্তে নেমেছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনে ম্যাচ ফিক্সিং আগের তুলনায় অনেকটা কমেছে। তবে একেবারে নির্মূল হয়নি।” তিনি মনে করেন, ফিক্সিং ক্রিকেটের ভিত্তি নষ্ট করে দেয়। “যদি কাউকে ইচ্ছাকৃতভাবে শূন্য রানে আউট হতে বলা হয়, বা উইকেট না নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে সেটা আর খেলা থাকে না,” মন্তব্য করেন তিনি।

‘খেলবেই বাংলাদেশ’ আয়োজিত এক যুব ক্রিকেট কার্নিভালে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমাদের একটি টেকনিক্যাল কমিটি রয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। প্রমাণ মিললে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি কার্যালয়ে হানা দেয়। এ বিষয়ে ফারুক জানান, “আমি তখনই আইসিসি মিটিং থেকে ফিরেছি। দুদক নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগ পেয়েই এসেছিল। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

তিনি বলেন, “সিইওকে নির্দেশ দিয়েছি, যেন দুদকের সকল প্রশ্নের জবাব দেন। তদন্ত কতদূর এগোবে, সেটা সময়ই বলে দেবে।”

এদিকে আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারে সংকটে পড়েছিল বিসিবি। এমন সময় বিটিভি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি সম্প্রচারে রাজি হয়। বিসিবি সভাপতির ভাষায়, “বর্তমানে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আর্থিক মন্দা চলছে। জিও স্টারও স্পনসর সমস্যায় ভুগছে। সরকার পরিবর্তনের পর আমাদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

তিনি বলেন, “বিটিভিকে ধন্যবাদ জানাই। তারা স্লটের ভীড়ে সময় বের করে খেলা দেখাবে। এতে অন্তত দর্শকরা ঘরে বসে খেলা উপভোগ করতে পারবে।”

তিনি আরও জানান, “আমরা আরেকটি টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা করছি। চেষ্টা করছি সিরিজটি আরও একাধিক মাধ্যমে সম্প্রচারের। পাশাপাশি আগামী আড়াই বছরের জন্য মিডিয়া রাইটস বিক্রির প্রস্তুতিও নিচ্ছি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।”

বাংলাদেশ ক্রিকেটে যে সময়েই বিতর্ক এসেছে, বিসিবি তা মোকাবেলার আশ্বাস দিয়েছে। এবারও এর ব্যতিক্রম নয়। তবে ফলাফল সময়ই বলে দেবে ফিক্সিংয়ের কালো ছায়া সরবে কি না।

নিউজটি শেয়ার করুন

ফিক্সিং প্রমাণিত হলে কঠোর শাস্তি : হুঁশিয়ারি বিসিবি সভাপতির

আপডেট সময় ০৭:৪৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

বাংলাদেশ ক্রিকেটে আবারও ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। বিপিএলের সর্বশেষ আসরের কিছু ম্যাচ নিয়ে সন্দেহ জাগার পর এবার ঘরোয়া লিগেও একই অভিযোগে তোলপাড়। বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার একটি ম্যাচে সন্দেহজনক আচরণের খবর ছড়িয়ে পড়তেই বিসিবি তদন্তে নেমেছে।

এ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, “প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডিভিশনে ম্যাচ ফিক্সিং আগের তুলনায় অনেকটা কমেছে। তবে একেবারে নির্মূল হয়নি।” তিনি মনে করেন, ফিক্সিং ক্রিকেটের ভিত্তি নষ্ট করে দেয়। “যদি কাউকে ইচ্ছাকৃতভাবে শূন্য রানে আউট হতে বলা হয়, বা উইকেট না নেওয়ার নির্দেশ দেওয়া হয় তবে সেটা আর খেলা থাকে না,” মন্তব্য করেন তিনি।

‘খেলবেই বাংলাদেশ’ আয়োজিত এক যুব ক্রিকেট কার্নিভালে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমাদের একটি টেকনিক্যাল কমিটি রয়েছে। তারা বিষয়টি খতিয়ে দেখছে। প্রমাণ মিললে অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”

সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) বিসিবি কার্যালয়ে হানা দেয়। এ বিষয়ে ফারুক জানান, “আমি তখনই আইসিসি মিটিং থেকে ফিরেছি। দুদক নিশ্চয়ই নির্দিষ্ট অভিযোগ পেয়েই এসেছিল। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।”

তিনি বলেন, “সিইওকে নির্দেশ দিয়েছি, যেন দুদকের সকল প্রশ্নের জবাব দেন। তদন্ত কতদূর এগোবে, সেটা সময়ই বলে দেবে।”

এদিকে আন্তর্জাতিক ম্যাচ সম্প্রচারে সংকটে পড়েছিল বিসিবি। এমন সময় বিটিভি জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটি সম্প্রচারে রাজি হয়। বিসিবি সভাপতির ভাষায়, “বর্তমানে আন্তর্জাতিক ও ঘরোয়া পর্যায়ে আর্থিক মন্দা চলছে। জিও স্টারও স্পনসর সমস্যায় ভুগছে। সরকার পরিবর্তনের পর আমাদেরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।”

তিনি বলেন, “বিটিভিকে ধন্যবাদ জানাই। তারা স্লটের ভীড়ে সময় বের করে খেলা দেখাবে। এতে অন্তত দর্শকরা ঘরে বসে খেলা উপভোগ করতে পারবে।”

তিনি আরও জানান, “আমরা আরেকটি টিভি চ্যানেলের সঙ্গে আলোচনা করছি। চেষ্টা করছি সিরিজটি আরও একাধিক মাধ্যমে সম্প্রচারের। পাশাপাশি আগামী আড়াই বছরের জন্য মিডিয়া রাইটস বিক্রির প্রস্তুতিও নিচ্ছি। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকেও আমন্ত্রণ জানানো হবে।”

বাংলাদেশ ক্রিকেটে যে সময়েই বিতর্ক এসেছে, বিসিবি তা মোকাবেলার আশ্বাস দিয়েছে। এবারও এর ব্যতিক্রম নয়। তবে ফলাফল সময়ই বলে দেবে ফিক্সিংয়ের কালো ছায়া সরবে কি না।