ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী হতে পারবেন না দলীয় প্রধান গোপালগঞ্জ কারাগার পরিদর্শনে দুই উপদেষ্টা উত্তরা ট্র্যাজেডি: বিমান বিধ্বস্তে ২৫ শিশুসহ ২৭ জনের মর্মান্তিক মৃত্যু আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারতীয় আগরবাতি আমদানি ক্ষয়ক্ষতি এড়াতে চেয়েছিলেন ক্যাপ্টেন তৌকির, লড়েছেন শেষ পর্যন্ত উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: হতাহতের খবর এখনও মেলেনি ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন: অভিবাসন বিষয়ক বৈঠক হবে বিশেষ গুরুত্বের সাথে ফার্মগেট স্টেশনে মেট্রোরেল আটকে যাওয়ার পর ফের চালু সাজিদের মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন, তদন্তে শিক্ষার্থী অন্তর্ভুক্তির আশ্বাস ইকুয়েডরে ভয়াবহ সংঘর্ষ: পিকআপ ট্রাক ও এসইউভিতে নিহত ৯

দেশের ৯ অঞ্চলে নদীবন্দরে সতর্কসংকেত, কালবৈশাখীর সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • / 35

ছবি সংগৃহীত

 

আজ শনিবার দেশের অন্তত ৯টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে বজ্র মেঘমালা সৃষ্টি হয়ে তা নদীবন্দর ও আশপাশের এলাকায় প্রভাব ফেলতে পারে। ফলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখী প্রবণতা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় অস্থায়ী ঝড়বৃষ্টির ঘটনা ঘটছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসাধারণ ও নৌযান সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট নিতে এবং কোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে আজ বিকেলের আগে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বৈশাখ মাসে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার তারতম্য এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে এমন ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

সতর্ক বার্তায় বলা হয়েছে, প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে অবস্থান নেওয়া শ্রেয়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানাতে আবহাওয়া অধিদপ্তর প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

দেশের ৯ অঞ্চলে নদীবন্দরে সতর্কসংকেত, কালবৈশাখীর সম্ভাবনা

আপডেট সময় ১১:৩৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

 

আজ শনিবার দেশের অন্তত ৯টি অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে বজ্র মেঘমালা সৃষ্টি হয়ে তা নদীবন্দর ও আশপাশের এলাকায় প্রভাব ফেলতে পারে। ফলে হঠাৎ ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কা রয়েছে। এর প্রেক্ষিতে নিরাপত্তার কথা বিবেচনা করে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, কালবৈশাখী প্রবণতা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় অস্থায়ী ঝড়বৃষ্টির ঘটনা ঘটছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোর প্রতি বিশেষ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

জনসাধারণ ও নৌযান সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে নিয়মিত আপডেট নিতে এবং কোনো প্রয়োজনে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে। বিশেষ করে ছোট নৌযান ও মাছ ধরার ট্রলারগুলোকে আজ বিকেলের আগে নিরাপদ আশ্রয়ে ফিরতে বলা হয়েছে।

উল্লেখ্য, চলতি বৈশাখ মাসে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রার তারতম্য এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে এমন ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা।

সতর্ক বার্তায় বলা হয়েছে, প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে অবস্থান নেওয়া শ্রেয়। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী আপডেট জানাতে আবহাওয়া অধিদপ্তর প্রস্তুত রয়েছে।