ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় ইসরায়েলি হামলায় আরো নিহত ৬১, ক্ষুধার্ত গাজাবাসী সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ বাংলাদেশে বিনিয়োগ ও ভিসা সহজীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন পাকিস্তানের জবাবি হামলায় ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ রূপগঞ্জে ফসলি জমি কেটে বালুভরাট, প্রতিবাদে মানববন্ধন ক্ষতিগ্রস্ত কৃষকদের সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড

বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • / 22

ছবি সংগৃহীত

 

চৈত্রের খরতাপে অতিষ্ঠ দেশের জনজীবন। চারদিকে ধুলো, গরম আর পানিশূন্যতার চাপ প্রতিটি মানুষ যেন একফোঁটা বৃষ্টির জন্য তাকিয়ে আছেন আকাশের দিকে। এই রুক্ষ সময়েই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ধীরে ধীরে সুস্পষ্ট রূপ নিয়েছে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে একদিকে যেমন কিছুটা স্বস্তি মিলবে দাবদাহ থেকে, অন্যদিকে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগও দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও পরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপরেও প্রভাব ফেলছে। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টা। তবে শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) থেকে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

রোববার ও সোমবার (১৩-১৪ এপ্রিল) দু’এক জায়গায় বৃষ্টি হলেও, সারাদেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে পটুয়াখালী ও সাতক্ষীরায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

সাময়িক স্বস্তির ইঙ্গিত হলেও, বৃষ্টির এই ধারা যদি স্থায়ী হয়, তবে তা কৃষি ও জনজীবনের জন্য আশীর্বাদ হতে পারে।

 

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে সুস্পষ্ট লঘুচাপ, টানা পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা

আপডেট সময় ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫

 

চৈত্রের খরতাপে অতিষ্ঠ দেশের জনজীবন। চারদিকে ধুলো, গরম আর পানিশূন্যতার চাপ প্রতিটি মানুষ যেন একফোঁটা বৃষ্টির জন্য তাকিয়ে আছেন আকাশের দিকে। এই রুক্ষ সময়েই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া একটি লঘুচাপ ধীরে ধীরে সুস্পষ্ট রূপ নিয়েছে, যা কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে একদিকে যেমন কিছুটা স্বস্তি মিলবে দাবদাহ থেকে, অন্যদিকে বৃষ্টির কারণে কিছু এলাকায় সাময়িক দুর্ভোগও দেখা দিতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদের মতে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর ও পরে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে। এর বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপরেও প্রভাব ফেলছে। ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দিনের তাপমাত্রা একই রকম থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর, সিরাজগঞ্জ, ফেনী ও যশোরে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে আগামী ২৪ ঘণ্টা। তবে শুক্রবার (১১ এপ্রিল) থেকে দেশের বেশিরভাগ অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) থেকে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের বেশ কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে দেশের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

রোববার ও সোমবার (১৩-১৪ এপ্রিল) দু’এক জায়গায় বৃষ্টি হলেও, সারাদেশে তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বোচ্চ ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামান্য বৃষ্টি হয়েছে পটুয়াখালী ও সাতক্ষীরায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের দিনগুলোতে বৃষ্টির প্রবণতা আরও বাড়বে।

সাময়িক স্বস্তির ইঙ্গিত হলেও, বৃষ্টির এই ধারা যদি স্থায়ী হয়, তবে তা কৃষি ও জনজীবনের জন্য আশীর্বাদ হতে পারে।