ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
সবুজবাগে বিদেশী পিস্তল ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি তুরস্কে স্কি রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিকসহ ৯ জন গ্রেপ্তার ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ চিটাগং কিংসকে উড়িয়ে দিয়ে ঢাকা ক্যাপিটালসের টানা তৃতীয় জয়   গাজায় ব্যর্থতার দায়ে পদত্যাগের প্রস্তুতিতে শিন বেত প্রধান রনেন বার যেসব পণ্যে ভ্যাট কমালো এনবিআর গাজায় ব্যর্থতার দায়ে এবার পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রনেন বার। পুতিনের ভূমিকা নিয়ে ট্রাম্পের উদ্বেগ, নতুন নিষেধাজ্ঞার ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত: বৈদেশিক সহায়তায় ৯০ দিনের সাময়িক স্থগিতাদেশ ইতালি থেকে আসা সেই বিমানে তল্লাশির পর যা জানা গেল

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

খবরের কথা ডেস্ক

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

ছবি: সংগৃহিত

 

চৌগাছায় পেঁয়াজের চারা বিক্রিতে ৫ কোটি টাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ চাষে লাভবান হওয়ায় এবার উপজেলার কৃষকরা ব্যাপক হারে পেঁয়াজ চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে প্রায় ৫০-৬০ হাজার টাকা লাভ হয়েছে। চারার উৎপাদনে প্রাথমিক খরচ ছিল প্রায় ২০ হাজার টাকা, আর জমি থেকে পেঁয়াজ তোলার সময় আরও ১০-১২ হাজার টাকা খরচ হতে পারে বলে ধারণা করছেন তারা। সবকিছু সঠিকভাবে হলে প্রতি বিঘা জমিতে ৫০-৬০ মণ পেঁয়াজ উৎপাদনের আশা করছেন, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা হতে পারে। এতে করে কৃষকরা ৬০-৭০ হাজার টাকা মুনাফা অর্জনের সম্ভাবনা দেখছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৬০ জনের বেশি চাষিকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রতিজন চাষিকে ১ কেজি নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

 চৌগাছা উপজেলায় এ মৌসুমে ৮২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ১২২ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ হয়েছে। চাষিদের মতে, এ সংখ্যা আরও বাড়তে পারে। চৌগাছার উর্বর মাটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন। ফলে এ বছর পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তারা।  চৌগাছার পেঁয়াজ চাষীদের এ উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা রাখছেন চাষিরা।

 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
৫২৬ বার পড়া হয়েছে

যশোরের চৌগাছায় বাণিজ্যিকভাবে পেঁয়াজের চাষ, চারা বিক্রির লক্ষ্যমাত্রা ৫ কোটি

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহিত

 

চৌগাছায় পেঁয়াজের চারা বিক্রিতে ৫ কোটি টাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন কৃষকরা। মুড়িকাটা পেঁয়াজ চাষে লাভবান হওয়ায় এবার উপজেলার কৃষকরা ব্যাপক হারে পেঁয়াজ চাষে ঝুঁকছেন। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় দ্বিগুণ জমিতে পেঁয়াজের চারা রোপণ করা হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, প্রতি বিঘা জমিতে প্রায় ৫০-৬০ হাজার টাকা লাভ হয়েছে। চারার উৎপাদনে প্রাথমিক খরচ ছিল প্রায় ২০ হাজার টাকা, আর জমি থেকে পেঁয়াজ তোলার সময় আরও ১০-১২ হাজার টাকা খরচ হতে পারে বলে ধারণা করছেন তারা। সবকিছু সঠিকভাবে হলে প্রতি বিঘা জমিতে ৫০-৬০ মণ পেঁয়াজ উৎপাদনের আশা করছেন, যার বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা হতে পারে। এতে করে কৃষকরা ৬০-৭০ হাজার টাকা মুনাফা অর্জনের সম্ভাবনা দেখছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে পেঁয়াজ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ২৬০ জনের বেশি চাষিকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। প্রতিজন চাষিকে ১ কেজি নাসিক এন-৫৩ জাতের পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার এবং নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

 চৌগাছা উপজেলায় এ মৌসুমে ৮২ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ইতিমধ্যে ১২২ হেক্টর জমিতে পেঁয়াজের চারা রোপণ হয়েছে। চাষিদের মতে, এ সংখ্যা আরও বাড়তে পারে। চৌগাছার উর্বর মাটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষকরা বাণিজ্যিকভাবে পেঁয়াজ চাষ শুরু করেছেন। ফলে এ বছর পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন তারা।  চৌগাছার পেঁয়াজ চাষীদের এ উদ্যোগ কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা রাখছেন চাষিরা।