ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১ টাকা কমেছে, পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত
দেশে জ্বালানি তেলের বাজারে সাম্প্রতিক সময়ে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১ টাকা হ্রাস করা হয়েছে। এই নতুন দাম আজ থেকে কার্যকর হবে। এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল। এখন ডিজেল ও কেরোসিনের নতুন দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থেকে যথাক্রমে ১২১ এবং ১২৫ টাকায় নির্ধারিত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের এই নতুন মূল্যহার অবিলম্বে কার্যকর করা হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এই নতুন মূল্যহার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
অন্যদিকে, অকটেন ও পেট্রোল মূলত ব্যক্তিগত যানবাহনের জন্য ব্যবহৃত হয়। বিলাসী পণ্যের বিবেচনায় ডিজেলের তুলনায় এ দুই ধরনের জ্বালানির দাম বরাবরই বেশি রাখা হয়। দেশের জ্বালানি ব্যবহারের প্রায় ৭৫ শতাংশই ডিজেলের ওপর নির্ভরশীল। এই মূল্যহ্রাসের ফলে দেশের পরিবহন ও কৃষি খাতে সীমিত হলেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।