০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প ব্রাজিলে অবতরণের পর আগুনে পুড়ল এয়ারবাস এ-৩২০, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

সুনামগঞ্জ সীমান্তে ৫৪ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় ফুচকা জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 72

ছবি সংগৃহীত

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ফুচকাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধার করা ট্রাকটিতে প্রায় ৫,৪৮০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফুচকাভর্তি এই ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটি মালিকবিহীন অবস্থায় ধনপুর ইউনিয়নে রাখা ছিল। আটককৃত ভারতীয় ফুচকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অধিনায়ক আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ভারত থেকে অবৈধ পথে পণ্য আনা-নেওয়ার প্রবণতা রয়েছে। এতে স্থানীয় বাজারেও বিদেশি পণ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে একটি অসাধু চক্র। তবে বিজিবির তৎপরতায় এমন চোরাচালান বেশিরভাগ ক্ষেত্রেই আটকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তারা মনে করছেন, সীমান্তে নজরদারি ও নিয়মিত অভিযান চালালে এই ধরনের চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সীমান্তে অবৈধ পণ্যের প্রবাহ বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

বিজিবির এ ধরনের সাফল্যে এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার হলে সীমান্তবর্তী এলাকাগুলো চোরাচালানমুক্ত রাখা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে ৫৪ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় ফুচকা জব্দ

আপডেট সময় ০৪:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ফুচকাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধার করা ট্রাকটিতে প্রায় ৫,৪৮০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফুচকাভর্তি এই ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটি মালিকবিহীন অবস্থায় ধনপুর ইউনিয়নে রাখা ছিল। আটককৃত ভারতীয় ফুচকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অধিনায়ক আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ভারত থেকে অবৈধ পথে পণ্য আনা-নেওয়ার প্রবণতা রয়েছে। এতে স্থানীয় বাজারেও বিদেশি পণ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে একটি অসাধু চক্র। তবে বিজিবির তৎপরতায় এমন চোরাচালান বেশিরভাগ ক্ষেত্রেই আটকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তারা মনে করছেন, সীমান্তে নজরদারি ও নিয়মিত অভিযান চালালে এই ধরনের চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সীমান্তে অবৈধ পণ্যের প্রবাহ বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

বিজিবির এ ধরনের সাফল্যে এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার হলে সীমান্তবর্তী এলাকাগুলো চোরাচালানমুক্ত রাখা সহজ হবে।