ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
অপরাধীর পরিচয় শুধু অপরাধী, দল-মত বিবেচ্য নয়: র‍্যাব মহাপরিচালক পারমাণবিক আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাব, তেহরানের ‘অবিশ্বাস’ স্পষ্ট আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে, গণতন্ত্রও ব্যর্থ: মাহাথির মোহাম্মদ নয়াদিল্লিতে চারতলা ভবনে ভয়াবহ ধস, বহু মানুষ চাপা পড়ার আশঙ্কা জলাবদ্ধতায় নোয়াখালীতে পানিবন্দী প্রায় দুই লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ রেলওয়ে পূর্বাঞ্চলে ভয়াবহ ইঞ্জিন সংকট, ট্রেন চলাচলে বিশৃঙ্খলা ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত গাজা এখন ‘শিশু ও অনাহারীদের কবরস্থান’: জাতিসংঘের সতর্কবার্তা লেবাননের সঙ্গে ১০ কোটি ডলারের যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ চুক্তি যুক্তরাষ্ট্রের মার্কিন পররাষ্ট্র দফতর থেকে ১,৩৫০ কর্মকর্তা ছাঁটাই করলো ট্রাম্প প্রশাসন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 6

ছবি সংগৃহীত

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে শফিকুল ইসলামসহ একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় সীমান্ত পাহারায় থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, “বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিলেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাগানবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচারের ঘটনা ঘটে আসছে। রাতের আঁধারে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গরু এনে থাকে। মাঝে মাঝে এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে, তবুও সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একইসাথে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৯:৫৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫

 

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের অন্ধকারে দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকা দিয়ে শফিকুল ইসলামসহ একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে গরু আনতে যান। এ সময় সীমান্ত পাহারায় থাকা বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে শফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, “বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তার বুকে গুলি লাগে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি সীমান্ত পেরিয়ে গরু আনতে গিয়েছিলেন।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই বাগানবাড়ি সীমান্ত এলাকায় অবৈধ গরু পাচারের ঘটনা ঘটে আসছে। রাতের আঁধারে চোরাকারবারিরা সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে গরু এনে থাকে। মাঝে মাঝে এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে, তবুও সীমান্তে চোরাচালান বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে, এমন ঘটনায় স্থানীয় জনমনে চরম উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ পারাপার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে। একইসাথে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।