ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কচুরিপানার নিচে শিশুর মরদেহ জয়পুরহাটে বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু সারাদেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২১ জন সিলেট-সুনামগঞ্জ সীমান্ত ৫৫ বাংলাদেশিকে পুশ-ইন করলো বিএসএফ গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে: অন্তর্বর্তী সরকার ট্রাম্প প্রশাসন পুড়িয়ে ফেলছে ৫০০ টন জরুরি খাদ্য গোপালগঞ্জ যেন মুজিববাদীদের ঘাঁটি না হয়ে ওঠে: ঘোষণা নাহিদ ইসলামের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল ও দেশব্যাপী ব্লকেড কর্মসূচির ডাক এনসিপির উত্তেজনায় রণক্ষেত্রে পরিণত গোপালগঞ্জ, ১৪৪ ধারা জারি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও ব্যবসায়িক দ্বন্দ্বে: ডিএমপি

ফেনীতে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন, স্বজনদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 5

ছবি সংগৃহীত

 

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নারী নির্যাতন মামলার এক আসামি পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন। অভিযানের সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে উপজেলার আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির নামে ওই ব্যক্তি নারী নির্যাতনের অভিযোগে ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় মঙ্গলবার রাতে পুলিশ একটি দল নিয়ে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাফ পরায়। তবে এ সময় হঠাৎ করে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এই সুযোগে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান অভিযুক্ত কবির।

পুলিশ জানায়, আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনদের সংঘবদ্ধ হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন—ফুলগাজী থানা পুলিশের এসআই রাফিদ, এএসআই দিদার ও কনস্টেবল সুমন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেপ্তারের সময় হঠাৎ হামলার শিকার হন আমাদের সদস্যরা। এতে তিনজন আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ আসামির পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে পুনরায় আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনও ক্ষোভ প্রকাশ করেছে। হ্যান্ডকাফসহ আসামির পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় থানা সূত্র।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ফেনীতে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন, স্বজনদের হামলায় আহত ৩ পুলিশ সদস্য

আপডেট সময় ০২:১৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

 

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে নারী নির্যাতন মামলার এক আসামি পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন। অভিযানের সময় তার স্বজনদের হামলায় ছাগলনাইয়া থানা পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) রাতে উপজেলার আমজাদহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আহম্মদ চৌধুরী ওরফে জাল কবির নামে ওই ব্যক্তি নারী নির্যাতনের অভিযোগে ছাগলনাইয়া থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় মঙ্গলবার রাতে পুলিশ একটি দল নিয়ে তার বাড়িতে অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাফ পরায়। তবে এ সময় হঠাৎ করে পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। এই সুযোগে হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পালিয়ে যান অভিযুক্ত কবির।

পুলিশ জানায়, আসামিকে গ্রেপ্তারের পর তার স্বজনদের সংঘবদ্ধ হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন—ফুলগাজী থানা পুলিশের এসআই রাফিদ, এএসআই দিদার ও কনস্টেবল সুমন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম বলেন, “আসামিকে গ্রেপ্তারের সময় হঠাৎ হামলার শিকার হন আমাদের সদস্যরা। এতে তিনজন আহত হয়েছেন। হ্যান্ডকাফসহ আসামির পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে পুনরায় আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসনও ক্ষোভ প্রকাশ করেছে। হ্যান্ডকাফসহ আসামির পালিয়ে যাওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় থানা সূত্র।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।