পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি

- আপডেট সময় ১২:০৯:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- / ৫১১ বার পড়া হয়েছে
আজ শনিবার (১৯ এপ্রিল) দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ নামে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজেদের ইনস্টিটিউটের প্রধান ফটক বা গুরুত্বপূর্ণ স্থানে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেবেন।
‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’ নামে একটি ফেসবুক পেজ থেকে শুক্রবার (১৮ এপ্রিল) রাতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্দোলন সংশ্লিষ্ট আপডেট, বার্তা ও নির্দেশনাগুলো এই পেজ থেকেই নিয়মিত জানানো হচ্ছে।
ঘোষণায় বলা হয়, আজ সকাল সাড়ে ১১টা থেকে সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে এই কর্মসূচি শুরু হবে। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করবেন এবং কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না।
এ কর্মসূচির মাধ্যমে কুমিল্লায় সম্প্রতি পলিটেকনিক শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানানো হবে। একই সঙ্গে কারিগরি শিক্ষার অব্যবস্থাপনা, বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ এবং ছয় দফা দাবির বাস্তবায়নের আহ্বান জানানো হবে।
বক্তব্য অনুযায়ী, প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটক লাল কাপড়ে ঢেকে দেওয়া হবে। লাল কাপড়ের মাধ্যমে শিক্ষার্থীরা ‘রাইজ ইন রেড’ অর্থাৎ প্রতিবাদের রঙ লাল এই বার্তা ছড়িয়ে দিতে চান।
আন্দোলনকারীরা বলছেন, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং শুধুমাত্র নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করছেন। তাদের মূল দাবি কারিগরি শিক্ষার্থীদের সঠিক মর্যাদা, চাকরির ক্ষেত্রে সমতা, প্র্যাকটিকাল সুবিধা বৃদ্ধি ও শিক্ষাক্রম উন্নয়ন।
শিক্ষার্থীরা দেশবাসীর সহযোগিতা কামনা করে জানিয়েছেন, তাদের এই লড়াই দেশের ভবিষ্যৎ প্রযুক্তিবিদদের জন্য। তাই সবার উচিত এই দাবিগুলো গুরুত্বসহকারে দেখা এবং সরকারের উচিত দ্রুত আলোচনার মাধ্যমে যৌক্তিক সমাধানে পৌঁছানো।
আজকের মানববন্ধন কর্মসূচি পলিটেকনিক শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন দেখার বিষয়, সরকারের পক্ষ থেকে কী ধরনের প্রতিক্রিয়া আসে এবং আলোচনার কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কিনা।