ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গা/জা/য় ইসরায়েলি হামলায় আরো নিহত ৬১, ক্ষুধার্ত গাজাবাসী সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ বাংলাদেশে বিনিয়োগ ও ভিসা সহজীকরণে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত সীমান্ত নিরাপত্তায় কড়াকড়ি, পুলিশ সুপারদের সতর্ক থাকার বার্তা আইজিপির ছয় দফা দাবিতে বরিশাল নার্সিং কলেজে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন পাকিস্তানের জবাবি হামলায় ভারতের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ রূপগঞ্জে ফসলি জমি কেটে বালুভরাট, প্রতিবাদে মানববন্ধন ক্ষতিগ্রস্ত কৃষকদের সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ইসির প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি হলেন ডিএমপির সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক শীর্ষে অনলাইন রিটার্ন দাখিল: আয়কর সেবায় নতুন রেকর্ড

ষড়যন্ত্রের ছায়া কাটিয়ে সফল হল বর্ষবরণ: ঢাবি ভিসি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • / 8

ছবি সংগৃহীত

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, নানা বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রের মাঝেও বর্ষবরণ শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করার অপচেষ্টা হয়েছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

রবিবার (১৪ এপ্রিল) সকালে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, “মাত্র ৮ দিনের প্রস্তুতিতে এত বড় আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাংবাদিক, ছাত্র-শিক্ষক, প্রশাসনসহ সবার সহযোগিতায় আমরা সফল হয়েছি।”

তিনি আরও জানান, এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী এবং বৈচিত্র্যে ভরপুর। “জাতিসংঘ আমাদের যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে একটি মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন নৃগোষ্ঠী ও সংস্কৃতিকে তুলে ধরা। আমরা সেটিই করেছি। এবার ২৮টি নৃগোষ্ঠীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন সম্ভব হয়েছে।”

শোভাযাত্রার রুট ছিল চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে ফিরে আসে। শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর। এরপর একে একে অংশ নেয় বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, চারুকলার মূল ব্যানার, ও নানা প্রতীকী মোটিফ।

এবারের শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ ছিল মূল মোটিফ। সঙ্গে ছিল পায়রা, বাঘ, মাছ, পানির বোতল, ফ্যাসিবাদের মুখাকৃতি এবং ৩৬ জুলাইয়ের প্রতীক। প্রদর্শিত হয়েছে ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পনির্ভর প্রতীক।

আয়োজনে অংশ নেন উপাচার্যের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সব মিলিয়ে ষড়যন্ত্রের ছায়া কাটিয়ে এবার ঢাবির বর্ষবরণ শোভাযাত্রা হয়ে উঠেছে সত্যিকারের বাঙালিয়ানার প্রতিচ্ছবি।

content rewrite

নিউজটি শেয়ার করুন

ষড়যন্ত্রের ছায়া কাটিয়ে সফল হল বর্ষবরণ: ঢাবি ভিসি

আপডেট সময় ০৯:১৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

 

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, নানা বাধা-বিপত্তি ও ষড়যন্ত্রের মাঝেও বর্ষবরণ শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “অযৌক্তিক প্রতিবন্ধকতা তৈরি করার অপচেষ্টা হয়েছে। তবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ষড়যন্ত্র রুখে দিয়ে উৎসবটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।”

রবিবার (১৪ এপ্রিল) সকালে শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা ব্যাপী শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে উপাচার্য এসব কথা বলেন।

তিনি বলেন, “মাত্র ৮ দিনের প্রস্তুতিতে এত বড় আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সাংবাদিক, ছাত্র-শিক্ষক, প্রশাসনসহ সবার সহযোগিতায় আমরা সফল হয়েছি।”

তিনি আরও জানান, এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী এবং বৈচিত্র্যে ভরপুর। “জাতিসংঘ আমাদের যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল, সেখানে একটি মূল উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন নৃগোষ্ঠী ও সংস্কৃতিকে তুলে ধরা। আমরা সেটিই করেছি। এবার ২৮টি নৃগোষ্ঠীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন সম্ভব হয়েছে।”

শোভাযাত্রার রুট ছিল চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার ও দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলা প্রাঙ্গণে ফিরে আসে। শোভাযাত্রার অগ্রভাগে ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সুসজ্জিত ঘোড়ার বহর। এরপর একে একে অংশ নেয় বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, চারুকলার মূল ব্যানার, ও নানা প্রতীকী মোটিফ।

এবারের শোভাযাত্রায় ‘স্বৈরাচারের প্রতিকৃতি’ ছিল মূল মোটিফ। সঙ্গে ছিল পায়রা, বাঘ, মাছ, পানির বোতল, ফ্যাসিবাদের মুখাকৃতি এবং ৩৬ জুলাইয়ের প্রতীক। প্রদর্শিত হয়েছে ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পনির্ভর প্রতীক।

আয়োজনে অংশ নেন উপাচার্যের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সব মিলিয়ে ষড়যন্ত্রের ছায়া কাটিয়ে এবার ঢাবির বর্ষবরণ শোভাযাত্রা হয়ে উঠেছে সত্যিকারের বাঙালিয়ানার প্রতিচ্ছবি।

content rewrite