০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
শিরোনাম :
সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা-১১ আসনে নির্বাচন করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম থাই–কাম্বোডিয়া সীমান্তে পুনরায় উত্তেজনা: অস্ত্রবিরতি ভেঙে বিমান হামলা, নিহত ১ সৈন্য ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল জার্মান সেনাবাহিনী বাড়ছে: ২০৩৫ সালের মধ্যে ২,৬০,০০০ সক্রিয় সদস্যের লক্ষ্য অনুমোদন মধ্যপ্রাচ্যের কঠিনতম পানি প্রকল্প সম্পন্ন করল ইরান ফিনল্যান্ডে ডাটা সেন্টারের নির্গত  তাপে গরম হচ্ছে পুরো শহর চীন কোয়ান্টাম কম্পিউটারে সফলতা পেলে যুক্তরাষ্ট্রকে এক নিমেষে প্রস্তরযুগে পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্রের F-35 যুদ্ধবিমান প্রকল্পে ফিরে আসার বিষয়ে আরো একধাপ এগিয়ে গেল তুরস্ক: এমনটাই জানিয়েছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। ফিফার শান্তি পুরস্কারে ভূষিত হলেন ট্রাম্প

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • / 61

ছবি সংগৃহীত

 

ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে দূরপাল্লার বাসে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গত ঈদে নিরবচ্ছিন্নভাবে মানুষ যাতায়াত করতে পেরেছিল—আপনারাও (সাংবাদিকরা) তা প্রচার করেছিলেন। এবারও আমরা আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।”

বিজ্ঞাপন

ভাড়ার বিষয়ে উপদেষ্টা জানান, গতবার ঈদের সময় যাওয়ার পথে নির্ধারিত ভাড়া নেওয়া হলেও ফেরার পথে কিছু জায়গায় তা মানা হয়নি। এবার যেন যাওয়া ও আসার উভয় পথেই সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়, সে বিষয়ে মালিকপক্ষকে জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে।

ড্রাইভারদের দক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, ঈদের মৌসুমে অদক্ষ ড্রাইভারদের দিয়ে বাস চালানো হয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা বাস মালিকদের অনুরোধ করেছি অদক্ষ চালকদের যেন বাস চালাতে না দেওয়া হয়।”

বাসে ডাকাতির আশঙ্কা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এ ধরনের ঘটনা এড়াতে দূরপাল্লার সব বাসে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যেখানে যাত্রী উঠবে, সেখান থেকেই ছবি তুলতে হবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন ধরুন, আমিনবাজার থেকে যাত্রী উঠানো বন্ধ থাকবে। সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। আবার কিছু বাস সাভার থেকেও যাত্রী তোলে, সেখান থেকেও ছবি তুলতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রতিটি বাসে তিনজন করে কর্মী থাকবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়, তবে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।

নিউজটি শেয়ার করুন

পরিবহনে ডাকাতি এড়াতে স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৮:২৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫

 

ঈদযাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে দূরপাল্লার বাসে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, “আমরা বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি। গত ঈদে নিরবচ্ছিন্নভাবে মানুষ যাতায়াত করতে পেরেছিল—আপনারাও (সাংবাদিকরা) তা প্রচার করেছিলেন। এবারও আমরা আশা করছি ঈদযাত্রা নির্বিঘ্ন হবে।”

বিজ্ঞাপন

ভাড়ার বিষয়ে উপদেষ্টা জানান, গতবার ঈদের সময় যাওয়ার পথে নির্ধারিত ভাড়া নেওয়া হলেও ফেরার পথে কিছু জায়গায় তা মানা হয়নি। এবার যেন যাওয়া ও আসার উভয় পথেই সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হয়, সে বিষয়ে মালিকপক্ষকে জানানো হয়েছে এবং তারা এতে সম্মতি দিয়েছে।

ড্রাইভারদের দক্ষতা নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “অনেক সময় দেখা যায়, ঈদের মৌসুমে অদক্ষ ড্রাইভারদের দিয়ে বাস চালানো হয়, যা দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা বাস মালিকদের অনুরোধ করেছি অদক্ষ চালকদের যেন বাস চালাতে না দেওয়া হয়।”

বাসে ডাকাতির আশঙ্কা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “অনেক সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ে। এ ধরনের ঘটনা এড়াতে দূরপাল্লার সব বাসে যাত্রীদের ছবি নেওয়া হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যেখানে যাত্রী উঠবে, সেখান থেকেই ছবি তুলতে হবে।”

তিনি উদাহরণ দিয়ে বলেন, “যেমন ধরুন, আমিনবাজার থেকে যাত্রী উঠানো বন্ধ থাকবে। সেখানেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। আবার কিছু বাস সাভার থেকেও যাত্রী তোলে, সেখান থেকেও ছবি তুলতে হবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, প্রতিটি বাসে তিনজন করে কর্মী থাকবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা দেখা দেয়, তবে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।